আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ার নতুন জার্সি উন্মোচন হয়েছে গত সপ্তাহেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের মাঝে ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচিত হয়। কটকে সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচের আগে সেই জার্সি পরে ফোটোশুট সেরেছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই নিজেদের স্বপ্নের কথা জানিয়েছেন তাঁরা। পাশাপাশি নতুন জার্সি পরে কেমন লাগছে, সে কথাও জানিয়েছেন সবাই।


ভারতীয় ক্রিকেট বোর্ড (‌বিসিসিআই)‌ একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অভিষেক শর্মা, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, শিবম দুবে, জিতেশ শর্মারা নতুন জার্সি পরে ফোটোশুট করছেন। ফোটোশুটের মাঝে মজা করতেও দেখা গিয়েছে ক্রিকেটারদের।


এক একজন ক্রিকেটার নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন। সূর্য বলেছেন, ‘‌কাঁধে তিনটে সাদা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। জার্সিটা শরীরে ভালভাবে ফিট হয়েছে। দুটো তারা এসে গিয়েছে। তিন নম্বর তারার প্রস্তুতি নিচ্ছি।’‌ নতুন জার্সিতে দু’টি আলাদা রঙের স্ট্রাইপ রয়েছে। সেটি পছন্দ হয়েছে তিলক বর্মার। তিনি বলেছেন, ‘‌জার্সিটা অনেকটা ফুটবলের জার্সির মতো লাগছে। সামনের দিকে স্ট্রাইপ রয়েছে। দুটো তারা দেখা যাচ্ছে। এই দুটো তারার গুরুত্ব বিশাল। তবে তৃতীয় তারা লাগানো আমার স্বপ্ন। তার জন্য নিজের সবটা দেব।’‌


অক্ষরের আবার জার্সিটা পছন্দ হয়েছে অন্য কারণে। তিনি বলেছেন, ‘‌এক নম্বর জার্সি। সবচেয়ে ভাল লাগছে বোর্ডের লোগোর ভিতরে তারা আঁকা আছে। সেটা সবচেয়ে সুন্দর লাগছে।’‌ শিবম দুবের কথায়, ‘‌দুর্দান্ত একটা জার্সি। নকশাটাও খুব সুন্দর। জার্সিটা পরে খুব ভাল লাগছে। ১০ এ ১০ দেব।’‌ 


২০০৭ ও ২০২৪ সালে টি–২০ বিশ্বকাপ জিতেছে ভারত। সেই জয় টিভির পর্দায় দেখেছেন অভিষেক। এবার দলের অন্যতম ভরসা তিনি। সেই অভিষেক বলেছেন, ‘‌এই দুটো তারা ভারত কীভাবে পেয়েছে সেটা টিভিতে দেখেছি। সেই জার্সি পরতে পেরেছি। আমার স্বপ্ন সত্যি হয়েছে। অনেক পরিশ্রম করেছি। এবার তিন নম্বর তারা লাগাতে চাই।’‌ হার্দিক আবার চান, সমর্থকরাও নতুন জার্সি পরে মাঠে আসুন। দেশের মাটিতে বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চান তিনি। হার্দিকের কথায়, ‘‌নতুন জার্সি পরে ছবি তুলতে সব সময় ভাল লাগে। এবারও তেমনই অনুভূতি হচ্ছে। কয়েক মাসের মধ্যে আরও একটা তারা লাগাতে চাই। আশা করছি, সমর্থকরাও এই জার্সি কিনবেন। তাহলে গোটা স্টেডিয়ামে একই জার্সি দেখা যাবে।’‌


৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। পর পর দু’বার বিশ্বকাপ জেতার হাতছানি ভারতের সামনে। তার আগে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মোট ১০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এই ১০ ম্যাচ থেকেই বিশ্বকাপের দল বেছে নেওয়া হবে। যার প্রথমটা মঙ্গলবার কটকে।