আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন মহম্মদ রিজওয়ানরা। তার পরে পাকিস্তান ক্রিকেটকে একহাত নিলেন প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।
নিজের ইউটিউবে তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট সমাহিত। শায়িত রয়েছে সে দেশের ক্রিকেট। বাসিত আলি বলছেন, পাকিস্তান ক্রিকেট পড়ে রয়েছে সেই ২০২১ সালে।
সেবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। শাহিন আফ্রিদির দুটো মারাত্মক ডেলিভারি রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে ডাগ আউটে ফেরত পাঠিয়েছিল। ভারত প্রথমে ব্যাট করে ১৫১ রান করেছিল। পাকিস্তান রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১৫১ রান তুলে ম্যাচ জিতে যায়।
বাসিতের মতে, পাকিস্তান পড়ে রয়েছে সেই বিনা উইকেটে ১৫১ রানে। তার পরে এতগুলো বছর চলে গেল পাকিস্তান ক্রিকেট কেবল পিছিয়ই চলেছে। ভারত কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে। বাসিত বলছেন, ''ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত। বর্ডার-গাভাসকর ট্রফিতে হার মেনেছে। তার পরে আবার ঘুরে দাঁড়িয়েছে।'' বাসিত আরও বলেন, ''পাকিস্তানের উন্নতির কোনও চেষ্টাই নেই। ক্রিকেট পরিচালন গোষ্ঠীতে যাঁরা রয়েছেন, তাঁরা মিথ্যা কথা বলেন। এভাবে এগনো যাবে না।''
বাসিত মনে করেন, ২৩ ফেব্রুয়ারির ভারত ম্যাচ নিয়েই বেশি ভাবনাচিন্তা করেছে পাকিস্তান। ১৯ তারিখের ম্যাচ নিয়ে হোমওয়ার্কও করেন পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে পরের ম্যাচে পাকিস্তান কী করবে, তা নিয়ে সন্দিহান বাসিত।
