আজকাল ওয়েবডেস্ক: শুরু হয়ে গিয়েছে এশিয়া কাপ। বুধবার অভিযান শুরু ভারতের। চারদিন পরই ভারত-পাকিস্তান মহারণ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এখনও অবিক্রিত। তাতে হতবাক ফ্যান এবং ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও হাইভোল্টেজ ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। যা সচরাচর হয় না। তবে দাম প্রচুর বেড়ে গিয়েছে। দুটো টিকিটের দাম ২.৫ লক্ষ। মঙ্গলবার দুবাইয়ে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন হয় এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে। তবে দুই দেশের অধিনায়কদের আলদা বসানো হয়। সূর্যকুমার যাদব এবং সলমন আঘার মাঝে ছিলেন রশিদ খান। টুর্নামেন্টের প্রাক্কালে যাতে কোনওভাবে সমস্যা না হয়, সেই কারণেই এমন আয়োজক। 

সাধারণত ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট নিমেষের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু এবার অবিশ্বাস্যভাবে ভারত-পাক ম্যাচের টিকিটের চাহিদা কম। এবার প্যাকেজ সিস্টেমে বিক্রি হয়েছে টিকিট। হয়তো তার ফলেই বিক্রির হার কম। টিকিটিং পোর্টালে ভিআইপি সুট ইস্টের দুটো টিকিটের দাম ২, ৫৭,৮১৫। অর্থাৎ একটি টিকিটের দাম প্রায় ১ লক্ষ ২৮ হাজার। এই প্যাকেজে রয়েছে আইএল সিট। আনলিমিটেড খাবার এবং পানীয়। থাকবে পার্কিং পাস। এছাড়াও থাকবে ভিআইপি ক্লাব/লাউঞ্জে যাওয়ার প্রবেশাধিকার। প্রাইভেট এন্ট্রির পাশাপাশি রেস্টরুমও ব্যবহার করা যাবে। রয়্যাল বক্সে দু'জনের টিকিটের দাম ২,৩০,৭০০ টাকা। স্কাই বক্স ইস্টের টিকিটের দাম ১,৬৭,৮৫১। মাঝের টায়ারের টিকিটও যথেষ্ট দামী। প্ল্যাটিনাম টিকিটের দাম ৭৫, ৬৫৯ টাকা। গ্র্যান্ড লাউঞ্জের টিকিটের মূল্য ৪১,১৫৩। প্যাভিলিয়ন ওয়েস্টের দাম ২৮,১৭৪। দু'জনের জন্য সবচেয়ে কম দামী সাধারণ টিকিটের দাম প্রায় ১০,০০০ টাকা। তবে যাই হোক না কেন, ভারত-পাকিস্তান ম্যাচে প্রিমিয়াম টিকিট অবিক্রিত থাকার চিত্র কখনও দেখা যায় না। 

প্রসঙ্গত, আগের মঙ্গলবার ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ'টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। প্ল্যাটিনামলিস্টে পাওয়া যায় টিকিট। নির্দিষ্ট ম্যাচ টিকিটের পাশাপাশি তিনটে প্যাকেজ টিকিট ছিল। গ্রুপ স্টেজ, সুপার ফোর এবং ফাইনালের আলাদা টিকিট কাটার সুযোগ ছিল। তবে খুব কম সংখ্যক টিকিট বাজারে ছাড়া হয়। এরপর সরাসরি দুবাই এবং আবু ধাবির স্টেডিয়ামের বক্স অফিস থেকে টিকিট বিক্রি হয়। প্রথম প্যাকেজের দাম ১১,৩৯০। এতে গ্রুপ এ-র তিনটে ম্যাচ দেখা যাবে। তালিকায় ছিল ভারত-সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান-ওমান এবং ভারত-পাকিস্তান ম্যাচ । দ্বিতীয় প্যাকেজের দাম ১২৫৮৯। এতে সুপার ফোরের চারটে ম্যাচ দেখা যাবে। তৃতীয় প্যাকেজের দাম ১২৫৮৯। এতে দুটো সুপার ফোরের ম্যাচ এবং ফাইনাল দেখা যাবে। প্যাকেজ টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কেনার সুযোগ ছিল ফ্যানদের। বুধবার ওমানের বিরুদ্ধে এশিয়া কাপে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। ১৪ সেপ্টেম্বর ভারত-পাক মহারণ।