আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট মাতিয়েছেন। কিন্তু ওয়ানডে-তে এতদিন অভিষেক ঘটেনি তাঁর। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে-তে অভিষেক ঘটল ভারতের হর্ষিত রানা ও যশস্বী জয়সওয়ালের।
কথায় বলে, ক্যাচ ধরো ম্যাচ জেতো। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয়নি। তাই কোন শিবির শেষ হাসি হাসে, তা বলা সম্ভব নয়। তবে হর্ষিত রানার বলে যশস্বী জয়সওয়াল যে ক্যাচ ধরলেন, তা দেখে বলে দেওয়াই যায় উইকেটটা কিন্তু হর্ষিত ভাগাভাগি করতে পারেন যশস্বীর সঙ্গে।
টি-টোয়েন্টি সিরিজে কনকাশন সাব হিসেবে হর্ষিত রানা ভারতকে জেতাতে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাট আর ওয়ানডে ভিন্ন। তার উপরে অভিষেক ম্যাচ। তাই হয়তো বাড়তি চাপ ছিল হর্ষিত রানার উপরে। এক ওভারে ২৬ রান দিয়ে বসেন রানা। ইংল্যান্ডের তারকা ব্যাটার ফিল সল্ট কঠিন সময় উপহার দেন হর্ষিত রানাকে।
কিন্তু দশম ওভারে হর্ষিত রানা ফিরে আসেন। বেন ডাকেট ও হ্যারি ব্রুকের উইকেট তুলে নেন। যশস্বী জয়সওয়াল দুরন্ত ক্যাচটা না ধরলে বেন ডাকেট আউটই হন না।
Excellent Run-out ????
— BCCI (@BCCI)
Sensational Catch ????
Some fielding magic from #TeamIndia! ???? ????
Follow The Match ▶️ https://t.co/lWBc7oPRcd#INDvENG | @ShreyasIyer15 | @ybj_19 | @IDFCFIRSTBank pic.twitter.com/lOp9r6URE4Tweet by @BCCI
রানার বলে ডাকেট তুলে মেরেছিলেন। সেই বল ফলো করে পিছনের দিকে ২০ গজ দৌড়ে ডাকেটের ক্যাচ ধরেন যশস্বী। ধারাভাষ্যকার রবি শাস্ত্রী সেই ক্যাচ দেখে অভিভূত হন। জয়সওয়ালের ওই ক্যাচ ডাকেটকে ফিরিয়ে দেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জয়সওয়ালের ওই ক্যাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ক্যাচটি ধরে জয়সওয়ালকে দু'হাত মেলে উদযাপন করতে দেখা যায়।
