আজকাল ওয়েবডেস্ক:‌ টসে হারলেন সূর্যও। ক্যানবেরায় প্রথম টি–টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করছে ভারত। অর্শদীপ সিংকে প্রথম এগারোয় রাখা হয়নি। দুই পেসার হিসেবে আছেন বুমরা ও হর্ষিত রানা। সঙ্গে তিন স্পিনার বরুণ, কুলদীপ ও অক্ষর। ওয়াশিংটনকে রাখা হয়নি প্রথম একাদশে। পেসার অলরাউন্ডার হিসেবে আছেন শিবম দুবে।


টসের পর সূর্যকুমার যাদব বলেন, ‘‌আমরা প্রথমে ব্যাট করার কথা ভাবছিলাম। উইকেট দেখে ভালই মনে হচ্ছে। এখানে খুব বেশি খেলা হয়নি। পিচ দ্বিতীয় ইনিংসে হয়ত ধীরগতির হতে পারে। তাই প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম আমরা।’‌ সিরিজের প্রস্তুতি নিয়ে সূর্য বলে যান, ‘‌তিন–চার দিন আগে এখানে পৌঁছেছি। বেশ ঠান্ডা রয়েছে। আশা করি, একটা ভাল খেলা হবে।’‌


তিনি আরও বলেন, ‘‌কী করতে হবে, সেটা আমাদের খেলোয়াড়রা জানে। ওরা ওদের দায়িত্ব সম্পর্কে সচেতন। খেলাটাকে ওরা উপভোগ করে।’‌ প্রথম একাদশ বাছাই করতে টিম ম্যানেজমেন্টকে যে হিমশিম খেতে হয়েছে, সে কথাও তিনি বলেন। সূর্যকুমারের কথায়, ‘‌এটা বড় মাথাব্যথার কারণ। তবে এটা দলের জন্য ভাল। দলে বিকল্প থাকা ভাল। রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ এবং নীতীশ সুযোগ পাননি। খেলানো হচ্ছে কুলদীপকে।’‌ 


এদিকে, শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেছে ভারত। এই প্রতিবেদন লেখা অবধি ভারত ৫ ওভারে তুলেছে এক উইকেটে ৪৩। আউট হয়েছেন অভিষেক শর্মা (‌১৯)‌। উইকেটে রয়েছেন শুভমান গিল ও সূর্যকুমার যাদব। বৃষ্টির জন্য আপাতত বন্ধ রয়েছে খেলা। 

এদিকে ক্যানবেরায় রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার সারাদিন ধরেই ক্যানবেরায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলাতেই ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। রাত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমে যাবে। যে সময়ে ম্যাচ শুরু হবে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১৩ থেকে ২৫ শতাংশ। আরও রাত হলে তা নেমে আসবে সাত শতাংশে। তবে বৃষ্টি না হলেও ভারতীয় দলকে সামলাতে হবে ঠান্ডা।