আজকাল ওয়েবডেস্ক:‌ ভেস্তে গেল সিরিজের প্রথম টি–টোয়েন্টি। বৃষ্টির জন্য। তুমুল বৃষ্টির জন্য ক্যানবেরায় খেলাই শুরু করা গেল না ৯.‌৪ ওভারের পর।
ক্যানবেরায় সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি ছিল। খেলা অবশ্য যথাসময়েই শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। দুই ভারতীয় ওপেনার মারকাটারি ব্যাটিং শুরু করেছিলেন। কিন্তু দলের রান যখন পাঁচ ওভারে ৪৩/‌১ তখন বৃষ্টি নামে। ওইসময় আউট হয়ে গিয়েছিলেন অভিষেক শর্মা (‌১৯)‌। উইকেটে ছিলেন শুভমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব। 


এরপর বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর ফের তিনটে নাগাদ খেলা শুরু হয়। জানানো হয় ১৮ ওভারের খেলা হবে। এরপরই সূর্য ও গিল আরও আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এশিয়া কাপে রান পাননি সূর্য। এদিন যেন তা সুদে আসলে পুষিয়ে দেওয়ার জন্য ক্যানবেরায় নেমেছিলেন। ২৪ বলে ৩৯ করে ফেলেছিলেন সূর্য। ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছয়। আর গিল করে ফেলেছিলেন ২০ বলে ৩৭। মেরেছিলেন চারটি চার ও একটি ছয়। ৯.‌৪ ওভারে ভারতের রান যখন ৯৭/‌১। তখন ফের বৃষ্টি নামে। 

 

আরও পড়ুন:‌ প্রথম একাদশে নেই অর্শদীপ, শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করল ভারত...

 

 


সূর্য ও গিল জুটিতে তুলে ফেলেছিলেন ৬২ রান। দুর্দান্ত খেলছিলেন। কিন্তু দুর্ভাগ্য। বৃষ্টির জন্য খেলাই হয়ে গেল পরিত্যক্ত। আর শুরুই করা গেল না খেলা। পাঁচ ম্যাচের সিরিজ এখন হয়ে গেল চার ম্যাচের। 

এটা ঘটনা, ক্যানবেরায় ছিল বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানিয়েছিল, বুধবার সারাদিন ধরেই ক্যানবেরায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলাতেই ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল। রাত হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপ কমে যাবে জানা গিয়েছিল। যে সময়ে ম্যাচ শুরু হবে, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ১৩ থেকে ২৫ শতাংশ ছিল। আরও রাত হলে তা নেমে আসবে সাত শতাংশে। কিন্তু আদতে হল উল্টো। এত বৃষ্টি হল যে খেলাই করতে হল পরিত্যক্ত।