আজকাল ওয়েবডেস্ক: ওভাল টেস্টে বড় ঝুঁকি নিতে চলেছে ভারতীয় দল। জশপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন পঞ্চম টেস্টে। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলারকে বাইরে রেখে ওভালে দল নামাবে ভারত।
বুমরাহর পরিবর্তে হয়তো ওভালেই অভিষেক হতে চলেছে বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। তাঁর হাতে চোট ছিল। সেলাই পড়েছিল। এখনও অবশ্য অর্শদীপ পুরোদস্তুর সুস্থ হয়ে উঠেছেন। বুমরাহ না খেলায় তাঁরই খেলার সম্ভাবনা বেশি।
ভারত হয়তো তিন পেসারে খেলতে পারে। অর্শদীপ সিং, আকাশদীপ ও মহম্মদ সিরাজ। ওভালে অর্শদীপের অভিষেক হওয়ার আগে তাঁর ছেলেবেলার কোচ যশবন্ত রাই বলেন, ''দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলার স্বপ্ন সব ক্রিকেটারই দেখে। অর্শদীপও সেই স্বপ্নই দেখে।''

আরও পড়ুন: একসময়ের 'প্রতিপক্ষ' এখন 'বন্ধু', হামিদ ও রশিদের দেখা হয়েছিল আগেই, কে জিতেছিলেন? কেইবা হেরেছিলেন?
তিনি এখন পরিণত হয়ে গিয়েছেন। লাল বলের ফরম্যাটে এবার সুযোগ পাওয়া উচিত পঞ্জাবতনয়ের। অর্শদীপের অন্তর্ভুক্তি ভারতীয় দলের ভারসাম্য বাড়াবে বলেই মনে করা হচ্ছে। বিলেতের আবহাওয়ায় অর্শদীপের বোলিং কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। উইকেটের দুই প্রান্তে তিনি বল সুইং করাতে পারেন।
২৫ বছর বয়সি অর্শদীপ সিং দেশের জার্সিতে ৬৩টি টি-টোয়েন্টি এবং ৯টি ওয়ানডে খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্শদীপ সিং যুগ্মভাবে সর্বোচ্চ উইকেট শিকারী। ১৭টা উইকেট নেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফাইনালে ১৯-তম ওভার বল করেন অর্শদীপ। প্রোটিয়াদের মারার সুযোগই দেননি। সেই ওভারে মাত্র ৪ রান দিয়েছিলেন তিনি। এহেন অর্শদীপের টেস্ট অভিষেক হতে চলেছে ওভালে।
ভারত সিরিজে পিছিয়ে রয়েছে ২-১-এ। ম্যানচেস্টারে ভারত একসময়ে হারের গন্ধ পেয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাটাররা ম্যাচ বাঁচিয়ে দেন। সেই ম্যাচে কম বিতর্ক হয়নি।

ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে নাটকীয় সমাপ্তি। ম্যাচ ড্র হলেও শেষে বিতর্কের ঘনঘটা। টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে বুঝতে পেরে, আগেই হাত মিলিয়ে ম্যাচে ইতি টানতে চেয়েছিলেন বেন স্টোকস। কিন্তু রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর শতরানের দিকে এগোচ্ছে দেখে, আরও কয়েক ওভার খেলা চালিয়ে যেতে চেয়েছিল ভারতীয় দল। কিন্তু ইংল্যান্ডের অধিনায়ক তার কারণ খুঁজে পায়নি। যার ফলে তাঁর সঙ্গে জাদেজার কথা কাটাকাটি হয়। দুই ভারতীয় অলরাউন্ডার শতরানে পৌঁছনোর পর, ম্যাচে যবনিকা পড়ে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, জাদেজা এবং ওয়াশিংটনের সঙ্গে হাত মেলাতে চাননি স্টোকস। যা নিয়ে নেটমাধ্যমে তোলপাড় হয়ে যায়।
বড় ধাক্কা ইংরেজ শিবিরে, ওভাল টেস্টে নেই স্টোকস। চোটের জন্য ছিটকে গেলেন অধিনায়ক বেন স্টোকস। ভারতের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে তিনি খেলতে পারবেন না। স্টোকসের ছিটকে যাওয়ার কথা বুধবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ইংল্যান্ড। ওভাল টেস্টের দলে চার পরিবর্তন করেছে তারা। স্টোকসের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলাবেন অলি পোপ।
