আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচ নিয়ে উত্তেজনা হয়। দুই প্রতিবেশী দেশের ফুটবল নিয়েও পারদ চড়ে। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী নামার পর থেকেই উত্তেজনা বাড়ছে দুই দেশের লড়াইয়ে।
এবারের লড়াইটা দুই দেশের কাছেই অন্যরকম। এশিয়ান কাপের যোগ্যতা পর্ব থেকে দুই দেশই বিদায় নিয়েছে। এই ম্যাচ দুই প্রতিবেশী দেশের কাছে নিয়মরক্ষার। কিন্তু কেউই যে একটু জমি ছাড়তে রাজি নয়।
প্রতিপক্ষের ঘরের মাঠে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। ম্যাচটা সেই কারণে কিছুটা হলেও চাপের।
সাম্প্রতিক কালে বাংলাদেশ উজ্জীবিত ফুটবল খেলেছে। ফলে অনেকেই মনে করছেন, ভারতকে কঠিন পরীক্ষায় বসতে হবে।
ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিলও স্বীকার করে নিয়েছেন, তাঁদের কাজটা কঠিন হতে চলেছে।
দুই প্রতিবেশী দেশের আর সম্ভাবনা না থাকলেও উৎসাহের কমতি নেই। অনলাইনে টিকিট ছাড়ার মিনিট ছয়েকের মধ্যেই সব টিকিট শেষ।
খালিদ জামিল স্বীকার করে নেন তাঁর দলের উপরে চাপ রয়েছে। ভারতের ফুটবল দলের কোচ বলেন, ''চাপ আছে আমাদের উপরে। তা মেনে নিতে হবে। সবাই জানে এটা আমাদের জন্য চাপের ম্যাচ। তবে পজিটিভ রেজাল্টের জন্য আমাদের কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে।''
২৫ মার্চ শিলংয়ে দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক ঘটেছিল হামজা চৌধুরীর।
ভারতের কোচ অবশ্য আলাদা করে হামজা চৌধুরীকে নিয়ে ভাবতে নারাজ। তিনি বলছেন, ''আমরা একজন কোনও খেলোয়াড়কে নিয়ে ভাবছি না। বাংলাদেশ দলে অনেক ভাল ফুটবলার রয়েছে। খুবই কঠিন ম্যাচ হতে চলেছে।''
তবে এই মুহূর্তে যাঁকে নিয়ে সব থেকে বেশি আলোচনা, চর্চা, তিনি রায়ান উইলিয়ামস। অস্ট্রেলিয়ান নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ফুটবলার। তবে ফিফার অনুমতি না নিয়ে উইলিয়ামস ঢাকায় এসেছেন।
৩২ বছর বয়সী উইলিয়ামসের জন্ম অস্ট্রেলিয়ার পারথে। বেঙ্গালুরুর ক্যাম্পে ডিফেন্ডার জয় গুপ্তার সঙ্গে তিনি যোগ দেন।
সম্প্রতি ফেডারেশন বিদেশে বসবাসকারী দুই ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড় রায়ান উইলিয়ামস ও অভনীত ভারতীকে জাতীয় ক্যাম্পে আমন্ত্রণ জানায়। অভনীত যোগ দেননি। উইলিয়ামস দলের সঙ্গে বাংলাদেশে গিয়েছেন। কিন্তু হামজা চৌধুরীদের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ভারতের জার্সি পিঠে ওঠানোর ক্ষেত্রে অনেক যদি-কিন্তু নির্ভর করছে।
এখনও পর্যন্ত ফিফার অনুমতি পাননি রায়ান উইলিয়ামস। ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকেও এসে পৌঁছয়নি নো অবজেকশন সার্টিফিকেট। সব পেয়ে গেলে এএফসি-র কাছে আবেদন করবে ভারত। না হলে বাংলাদেশের বিরুদ্ধে নামতে পারবেন না রায়ান উইিয়ামস। অর্থাৎ তাঁর মাঠে নামা নির্ভর করছে ফুটবল অস্ট্রেলিয়া, ফিফা এবং এএফসি-র অনুমোদনের উপরে।
