আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের টি২০ বিশ্বকাপে সঙ্গী হয়েছে ব্যর্থতা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে হরমনপ্রীতদের।
২৪ অক্টোবর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। যে সিরিজে নেতা বাছা হয়েছে হরমনকে। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ। তারই প্রস্তুতি হিসেবে এই সিরিজকে দেখা হচ্ছে। সব খেলাই হবে আহমেদাবাদে।
দলে বেশকিছু বদল করা হয়েছে। চার জন নতুন প্লেয়ারকে দলে নেওয়া হয়েছে। তবে উইকেটকিপার–ব্যাটার রিচা ঘোষকে দলে রাখা হয়নি। তাঁর দ্বাদশের পরীক্ষা রয়েছে। চোটের জন্য রাখা হয়নি আশা শোভনাকে। অলরাউন্ডার পূজা বস্ত্রকারকে বিশ্রাম দেওয়া হয়েছে। দলে চার নতুন মুখ তেজাল হাসাবনিস, সায়লি সাতগারে, প্রিয়া মিশ্র ও পেসার সাইমা ঠাকুর।
বিশ্বকাপে ভাল না খেললেও স্মৃতি মান্ধানাকেই সহ অধিনায়ক রাখা হয়েছে। দেশের হয়ে চারটি টি২০ খেলা উমা ছেত্রীকে দলে রাখা হয়েছে।
