আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজ ছয় উইকেট নিলেও, ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভাঙেন আকাশ দীপ। জেমি স্মিথ এবং হ্যারি ব্রুকের ৩০৩ রানের পার্টনারশিপ ভাঙেন বাংলার পেসার। যার ফলে ম্যাচে ফেরে ভারত। কিন্তু নজরকাড়া বোলিং সত্ত্বেও লর্ডস টেস্টে নিজের ভবিষ্যত নিয়ে অনিশ্চিত আকাশ দীপ। আপাতত তাঁর একমাত্র ফোকাস এজবাস্টন টেস্টে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের দশজনকে প্যাভিলিয়নে ফেরানোর গুরুদায়িত্ব ভারতীয় বোলারদের ওপর। তারই মধ্যে লর্ডস টেস্টের ভাবনা ঢুকে পড়েছে মনে। যা ঘিরে অনিশ্চয়তার কালো মেঘ রয়েছে।
আকাশ দীপ বলেন, 'এই টেস্ট ম্যাচে আরও দু'দিন বাকি আছে। এজবাস্টন টেস্ট আমাদের জিততেই হবে। তাই আমি তৃতীয় ম্যাচ নিয়ে ভাবছি না। আমি মনে করি, বাকি দু'দিন নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে। তারপর আমি পরেরটা নিয়ে ভাবব। আমি খেলব কিনা সিদ্ধান্ত নেবে দল। আমি নিজেও জানি না আমি খেলব কিনা। দল এই সিদ্ধান্ত নেয়। আমরা ম্যাচের একদিন আগে জানতে পারি।' ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ায় সুযোগ পান বাংলার পেসার। সুযোগের সদ্ব্যবহার করেন। এজবাস্টনে প্রথম ইনিংসে চারটে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। নতুন বলে নজর কাড়েন। পরপর বেন ডাকেট এবং অলি পোপকে ফেরান। তৃতীয় দিন হ্যারি ব্রুকের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ফেরান ক্রিস ওকসকে। গতবছর রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় আকাশ দীপের। তারপর থেকে খুব বেশি সুযোগ পাননি। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো টেস্ট খেলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুটো টেস্ট খেলেন। দুটো টেস্ট খেলেন বাংলাদেশের বিরুদ্ধে। নিয়মিত খেলার সুযোগ না পেলেও সেই নিয়ে ভাবতে চান না বাংলার পেসার। সুযোগ পেলে তার সদ্ব্যবহার করাই লক্ষ্য।
