আজকাল ওয়েবডেস্ক: ভারতের ব্যাট করা মানেই অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটিং তাণ্ডব। বাংলাদেশ ম্যাচের আগে পর্যন্ত একই ছবি দেখা গিয়েছিলটাইগারদের বিরুদ্ধে প্রথম তিন ওভারে ধীর লয়ে ব্যাটিং শুরু করেন শুভমান ও অভিষেক। কিন্তু তার পরেই টপ গিয়ারে চলতে শুরু করেন অভিষেক। তিনি চলতে শুরু করা মানে রানের গতি তীব্র গতিতে বাড়তে থাকা।

প্রথম তিন ওভারে বড় রান না হলেও তারপরে অভিষেক ও শুভমানের ঝড়ঝঞ্জা চলতে থাকে। যেভাবে শুরু করেছিলেন তাতে ২০ ওভারের শেষে ভারত রানের পাহাড়ে চড়তেই পারত। কিন্তু গিল ও অভিষেক ফেরার পরে দ্রুত উইকেট পড়ে যায়। রান তোলার গতি কমে যায়শেষমেশ ভারত ২০ ওভারে করে ৬ উইকেটে ১৬৮। এর জন্য কৃতিত্ব দাবি করতে পারেন হার্দিক পাণ্ডিয়া। যদিও দুশো পেরনোর আশা জাগিয়ে ভারত যে ১৬৮-তে থামল তাতে নিরাশ হতে পারেন ভারতের সমর্থকরা। অন্যদিকে বাংলাদেশে সমর্থকরা খুশি হবেন এই ভেবে যে মুস্তাফিজুররা অন্তত হাতের বাইরে ম্যাচ চলে যেতে দেননি। লড়ার সুযোগ বাংলার বাঘেদেরও রয়েছে। 

আরও পড়ুন: হ্যান্ডশেক বিতর্ক অতীত, বাংলাদেশের সঙ্গে ট্র্যাডিশন বজায় রাখলেন সূর্য, বাদ শুধুই পাকিস্তান ...

টস জিতে বাংলাদেশ ভারতকে ব্যাট করতে পাঠায়। চোটের জন্য ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি ছিটকে যাওয়ায় জাকের আলি দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর দলে চারটি পরিবর্তন আনা হয়েছেলিটন ছাড়া নেই তাসকিন, মেহেদিশরীফুল। অন্য দিকে সূর্যকুমার যাদবের ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। প্রথমে ব্যাট করতে হবে বলে খুশি সূর্য। তিনি টস জিতলে হয়তো প্রথমে ব্যাটিংই নিতেন। আজ ভারত ম্যাচ জিতলে ফাইনালে পৌঁছে যাবে।

প্রথম তিন ওভারে মাত্র ১৭ রান তোলার পর চতুর্থ ওভারে ২১ রান নেয় ভারত। নাসুম আহমেদের ওভারে দু'টি ছক্কা আর একটি চার হয়েছে। একটি ছয় হাঁকান গিল। অপরটি অভিষেক। পাওয়ারপ্লে-র শেষ তিন ওভারে ভারতের দুই ওপেনার ঝড় তোলেন। বেশি নির্দয় ছিলেন অভিষেক শর্মা। সইফউদ্দিনের ওভারে মারেন ৪টি চার।

সপ্তম ওভারে রিশাদ হোসেনকে ছক্কা মারপতে গিয়ে ফেরেন গিল। ১৯ বলে ২৯ রান করে আউট হন গিল। ভারতের রান তখন ৭৭। তিন নম্বরে পাঠানো হয় শিবম দুবেকে। তিনি রিশাদ হোসেনের শিকার।

৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। অভিষেক শর্মা অবশ্য থামেননি। ২৫ বলে পঞ্চাশ করেন তিনি। তার পরে অভিষেক শাসন করে গেলেন। ৩৭ বলে ৭৫ রানের ইনিংসে সাজানো ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। ১১২ রানে তিন উইকেট হারায় ভারত। অভিষেক রান আউট হয়ে ফিরতেই রানের গতি কমে যায় ভারতের। সূর্যকুমার যাদব (৫), তিলক ভার্মা (৫) রান পাননি। হার্দিক পাণ্ডিয়া আউট হন ৩৮ রানে। ভারত থেমে গেল ১৭০-এর আগে। 

আরও পড়ুন: 'পাকিস্তানকে নিয়মিত হারানোর সেই শুরু', টি-টোয়েন্টি বিশ্বজয়ের বর্ষপূর্তিতে পাঠানের খোঁচা ...