আজকাল ওয়েবডেস্ক: ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন ভারতের বাঁ হাতি পেসার খলিল আহমেদ। কাউন্টির দল এসেক্সে সই করেছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত কারণ দর্শিয়ে খলিল বিলেত ছাড়ছেন। শোনা যাচ্ছে পারিবারিক সমস্যার জন্য তিনি ফিরে আসছেন। 
এই ক্লাবের সঙ্গে আপাতত তিনি সম্পর্কচ্ছেদ করছেন। ওকে ফিরে আসতে দেখে আমরাও হতাশ। খলিলের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। খলিলের অবদানকে আমরা শ্রদ্ধা  জানাই। এসেক্স ক্রিকেটের সঙ্গে জড়িত সবাই খলিলকে শুভেচ্ছা জানাচ্ছে ভবিষ্যতের। 
এসেক্সের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলেছেন খলিল। দুটো ম্যাচে এসেক্সের হয়ে খলিল আহমেদ নেন ৪টি উইকেট। ভারত এ দলের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। খেলেছিলেন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে গা ঘামানোর ম্যাচ। ১৯ ওভার হাত ঘুরিয়ে তিনি প্রথম ইনিংসে নিয়েছিলেন চার-চারটি উইকেট। কিন্তু তবুও সিনিয়র দলে তাঁর ঠাঁই হয়নি। 
আরও পড়ুন: সেঞ্চুরি করেও জায়গা পাকা নয় ওয়াশিংটনের, 'ওর পারফরম্যান্স ভুলে যায় সবাই', নির্বাচকদের কটাক্ষ করলেন সুন্দরের বাবা
বঞ্চিত সেই বাঁ হাতি বোলার খলিল আহমেদ এবার কাউন্টি খেলবেন। ২০২৫ মরশুম শেষ হওয়া পর্যন্ত  এসেক্সের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও ওয়ান ডে কাপ-এ খেলবেন তিনি। 
খলিল আহমেদ সিনিয়র ভারতীয় দলের হয়ে ২৯ বার খেলেছেন। ১১টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে নামেন খলিল। ২০১৮ সালে ওয়ানডে-তে অভিষেক হয় তাঁর। ১১টি ওয়ানডে থেকে তাঁর সংগ্রহ ১৫টি উইকেট। তাঁর সেরা বোলিং ১৩ রানে ৩ উইকেট। 
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অনেকেই মনে করেছিলেন খলিল আহমেদকে দলে নেওয়া হলে ভারতের বোলিং বিভাগ শক্তিশালী হতে পারে। বিলেতের আবহাওয়ায় খলিলের বাঁ হাতি বোলিং কার্যকর হত। কিন্তু তাঁকেই রাখা হল না।
 
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
 
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener"> 
   
 
    
 
    
 
   
    View this post on Instagram
     
    
 
    
    
  
  
            
            
          
        ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Essex Cricket (@essexcricket)
 
 
প্রায় প্রতিটি ম্যাচেই নিয়ম করে ভারতীয় দলের পেসাররা চোট পাচ্ছেন। চোটের জন্য ম্যানেচেস্টার টেস্টে ছিলেন না আকাশদীপ। অর্শদীপ সিংয়েরও চোট। কুলদীপ যাদবের মতো স্পিনার থাকলেও তাঁকে খেলানোই হচ্ছে। ভারত-ইংল্যান্ড সিরিজের ফলাফল এখন ২-১। 
কথায় বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা। কিন্তু রবিবার ম্যানচেস্টারে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যা করলেন, তাতে কি বলা যায় ক্রিকেট ভদ্রলোকেরই খেলা? 
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের পঞ্চম দিনের খেলা শেষ হতে তখনও প্রায় এক ঘণ্টা বাকি। তখনই যত নাটকের সূত্রপাত। স্টোকস খেলা শেষ করার জন্য রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সঙ্গে হ্যান্ডশেক করতে গেলেন। 
দুই অপরাজিত ভারতীয় ব্যাটার তখন সেঞ্চুরির গন্ধ পেতে শুরু করেছেন। তাঁরা স্টোকসের প্রস্তাবে কর্ণপাত করেননি। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেকও করেননি। 
জাদেজা ও ওয়াশিংটন হ্যান্ডশেক না করায় বেজায় চটে যান স্টোকস। তিনি ব্যঙ্গ করে বলেন, ''হ্যারি ব্রুককে বল দেওয়া হচ্ছে। তোমাদের সেঞ্চুরি করতে কত সময় লাগবে?''  ম্যানচেস্টার টেস্ট এখন অতীত। ওভাল টেস্টের দিকে তাকিয়ে এখন সবাই। পঞ্চম টেস্ট জিতে ভারত কি সিরিজে সমতা ফেরাতে পারবে? সময় এর উত্তর দেবে।