আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে শুরু হবে টিম ইন্ডিয়ার যাত্রা। ১১ জানুয়ারি শুরু তিন ম্যাচের সিরিজ। বরোদা, রাজকোট এবং ইন্দোরে তিনটে একদিনের ম্যাচ। তার দল নির্বাচন শনিবার। নতুন বছরের তৃতীয় দিন ভার্চুয়াল মিটিংয়ে বসবে নির্বাচকরা। শোনা যাচ্ছে, ঋষভ পন্থকে দল থেকে ছেঁটে ফেলা হতে পারে। গত ১৮ মাসে একটিও একদিনের ম্যাচ খেলেননি ভারতীয় উইকেটকিপার ব্যাটার। ২০২৪ জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলেন। বিজয় হাজারে ট্রফিতেও খুব ছন্দে নেই। চার ম্যাচে মাত্র একটি অর্ধশতরান। তাই দল থেকে বাদ পড়তে পারেন। দলে ফেরার সম্ভাবনা রয়েছে ঈশান কিষাণের। দু'বছর পর দলে ফিরবেন বিতর্কিত তারকা। নিউজিল্যান্ড সিরিজের দলে থাকবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। চোট সারিয়ে ফিরবেন শুভমন গিল। 

আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে পারে যশপ্রীত বুমরা এবং হার্দিক পাণ্ডিয়াকে। আরও একজন তারকার ভবিষ্যৎ অনিশ্চিত। তিনি মহম্মদ সিরাজ। অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে শেষ একদিনের আন্তর্জাতিক খেলেছেন তারকা পেসার। তারপর দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়েন। বিজয় হাজারে ট্রফির প্রথম চার রাউন্ডে খেলেননি। শেষ তিন রাউন্ডের মধ্যে দুটোতে খেলতে পারেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ফিরবেন শ্রেয়স আইয়ার। বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন মুম্বইকর। দুটো ম্যাচ সেশনের মধ্যে দিয়ে যাবেন। তারমধ্যে প্রথমটা শুক্রবার হয়েছে। দ্বিতীয় সেশন সোমবার। কোনও শারীরিক সমস্যা ছাড়া এই দুটো সেশন শেষ করতে পারলে তবেই শ্রেয়সের নাম বিবেচনা করা হবে। তবে নির্বাচনী বৈঠকে যার নাম উপেক্ষা করা যাবে না তিনি দেবদত্ত পাড়িক্কল। দুর্দান্ত ফর্মে আছেন। চারটে বিজয় হাজারে ট্রফির ম্যাচের মধ্যে তিনটেতে শতরান করেছেন। 

অজিত আগরকর পরিচালিত নির্বাচনী কমিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওপেনিং অর্ডার বেছে নেওয়া। লড়াইয়ে আছেন যশস্বী জয়েসওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়। তারমধ্যে লড়াইয়ে ঢুকে পড়েছেন পাড়িক্কল। ফর্মের নিরিখে শেষজনকে বাদ দেওয়া যাবে না। এছাড়াও সবার নজর থাকবে মহম্মদ সামির দিকে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর একদিনের ক্রিকেটে দেখা যায়নি তাঁকে।বেশ কয়েকদিন ধরে জাতীয় দল থেকে ব্রাত্য তিনি। ফিট হওয়া সত্ত্বেও তাঁকে বারবার উপেক্ষিত হতে হচ্ছে। নির্বাচক কমিটির ভাবনায় কি এবার তিনি আছেন? সেটাই বড় প্রশ্ন। বিজয় হাজারে ট্রফির চার ম্যাচে আট উইকেট তুলে নেন সামি। হার্দিকের অনুপস্থিতিতে বড় ভূমিকা নিতে পারেন বাংলার পেসার। নিউজিল্যান্ড সফরে তাঁর কপাল খোলে কিনা সেটাই দেখার।