আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। চেন্নাইয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচেও সুযোগ পেলেন না মহম্মদ সামি। দলে দুটো পরিবর্তন হয়। চোট পাওয়া নীতিশ কুমার রেড্ডি এবং রিঙ্কু সিংয়ের জায়গায় সুযোগ পান ওয়াশিংটন সুন্দর এবং ধ্রুব জুরেল। কিন্তু এখনও সামির কপাল খুলল না। জায়গা হল না বঙ্গ পেসারের। সিরিজের বাকি ম্যাচে পাওয়া যাবে না নীতিশকে। তবে চতুর্থ ম্যাচ থেকে ফিরবেন রিঙ্কু। এদিনও সামির দলে সুযোগ না পাওয়া সবাইকে অবাক করছে। ঠিক কী কারণে বাংলার পেসারকে খেলানো হচ্ছে না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।
১৪ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার পর ইডেনে প্রত্যাবর্তন নিশ্চিত ছিল সামির। ম্যাচের তিন দিন আগে কলকাতায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। নেটে দু'দিন নিয়মিত বল করতে দেখা যায় তারকা পেসারকে। এমনকী সিরিজ শুরুর আগের দিন ইডেনে প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। যে মাঠ তাঁকে অনেক কিছু দিয়েছে, সেখান থেকে আবার নতুন যাত্রা শুরু করার বিষয়ে আশাবাদী ছিলেন। কিন্তু প্রথম টি-২০ তে সামিকে দলে রাখা হয়নি। জানা গিয়েছিল, তাঁকে নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তবে মাঝে আরও দু'দিন কেটে যাওয়ায়, চেন্নাইয়ে সামির খেলার একটা সম্ভাবনা ছিল। সেদিকেই সকলের নজর ছিল। কিন্তু দ্বিতীয় টি-২০ তেও খেলানো হল না তারকা পেসারকে।
