আজকাল ওয়েবডেস্ক: ভেজা পিচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত চূড়ান্ত ভুল। যা বুমেরাং হয়ে ফেরে। দিনের শেষেই নিজের ভুলের কথা স্বীকার করে নেন রোহিত শর্মা। সরাসরি জানান, পিচ বুঝতে তাঁর ভুল হয়েছিল। যা প্রশংসা কুড়িয়েছে প্রাক্তন ক্রিকেটার এবং এনসিএর প্রধান ভিভিএস লক্ষ্মণের। রোহিতের এই স্বচ্ছতার প্রশংসা করেন তিনি। জানান, তিনি নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেন। লক্ষ্মণ বলেন, 'নেতাদের কখনও ভুল হবে না এমন নয়। টসে জিতে আমরা ব্যাট করার সিদ্ধান্ত নিই। এটা বুমেরাং হয়ে ফেরে। কারণ আমরা মাত্র ৪৬ রানে আউট হয়ে যাই।' রোহিতের সত্যি মেনে নেওয়ার সাহস লক্ষ্মণের মন জয় করে নিয়েছে। লক্ষ্মণ আরও বলেন, 'সাংবাদিক সম্মেলনে রোহিত মেনে নিয়েছে যে পিচের চরিত্র বুঝতে পারেননি। নেতারা নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজের কাঁধেই নেয়। দল ভাল না খেললে, তার দায়ভারও নিতে হয়। দল ভাল খেললে, যে ভাল খেলেছে তাঁকে প্রমোট করা হয়। একটা দলে সেরা পারফর্মার দলের নেতা। তার জলজ্যান্ত উদাহরণ রোহিত শর্মা। যেভাবে দল পরিচালনা করছে, এককথায় অসাধারণ। ও সতীর্থদের জানিয়ে দিয়েছে কীধরনের ক্রিকেট চায়। ও নিজেও সেটা করছে। স্বার্থহীন ব্যাটিং। যা ওর নিজের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। কিন্তু ও সাহসিকতার পরিচয় দিচ্ছে।'

বেঙ্গালুরু টেস্টে ভারতের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী লক্ষ্মণ। তৃতীয় দিনের শেষে ১২৫ রানে পিছিয়ে ভারত। কিন্তু তাসত্ত্বেও টেবিল ঘোরানোর বিষয়ে আশাবাদী প্রাক্তন তারকা। লক্ষ্মণ বলেন, 'যারাই দেশের হয়ে খেলছে, তাঁরা সবাই ম্যাজিক করতে পারে। বোলারদের জন্য অন্তত ১৫০ রানের টার্গেট সেট করার লক্ষ্যে খেলবে ভারতীয় ব্যাটাররা। যদি সেটা করা যায়, তাহলে এই টেস্ট ম্যাচ আমরা জিততেও পারি।' দ্বিতীয় ইনিংসে স্পিনারদের বাজিমাত করার আশায় লক্ষ্মণ। তবে তার জন্য অন্তত ১৫০ রানের টার্গেট সেট করতে হবে।