আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সেনাবাহিনীকে জয় উৎসর্গ করেছিলেন তিনি। কিন্তু তার ফলাফল কি মারাত্মক হতে চলেছে? সূর্যকে কি নিষিদ্ধ করা হবে?
এশিয়া কাপের ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে ভারতীয় দল। কিন্তু সূর্যকে নিয়ে আচমকাই বিতর্ক তৈরি হয়েছে। তাঁর মন্তব্য কি বুমেরাং হয়ে ফিরল?
এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতীয়রা। তা নিয়ে কম চর্চা হয়নি। গ্রুপ পর্বের সেই ভারত-পাক ম্যাচের পরে সূর্যকে বলতে শোনা গিয়েছিল,''পহেলগাঁও জঙ্গিহানায় নিহত পর্যটকদের পরিবারের পাশে আছি আমরা। আমরা সংহতি ব্যক্ত করছি। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি।''
আরও পড়ুন: বাংলাদেশ ম্যাচেও ফিরল হ্যান্ডশেক বিতর্ক, টসের পর বিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না সূর্য
দৈনিক জাগরণের খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড সূর্যকুমার যাদবের বিরুদ্ধে দুটো নালিশ জানিয়েছে। ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং পরে প্রেস কনফারেন্সে তাঁর মন্তব্য নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের যত আপত্তি। আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনকে নিয়োগ করেছে বিষয়টা দেখভালের জন্য। ভারতীয় ক্রিকেচ কন্ট্রোল বোর্ডের কাছে মেল পাঠিয়েছেন রিচার্ডসন। সেই মেলের বিষয়বস্তু হল, ভারত অধিনায়ক ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন। সূর্যকুমার যাদব যদি তাঁর ভুল স্বীকার করে নেন, তাহলে জরিমানা করবেন রিচার্ডসন। নইলে তদন্ত করা হবে। সেই তদন্তের মাথা হবেন রিচার্ডসন। পিসিবি-র আধিকারিকরাও এর অংশ নেবেন। যদি প্রমাণিত হয় সূর্যকুমার যাদব ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন, তাহলে তাঁকে নিষিদ্ধ করা হতে পারে। সেই রকম একটা আশঙ্কা রয়েছে।
ভারত-পাক মহারণের বিরুদ্ধে ছিলেন পহেলগাঁও জঙ্গিহানায় মৃত শুভম দিবেদীর বাবা সঞ্জয় দিবেদী। হাইভোল্টেজ ম্যাচের ২৪ ঘণ্টা আগে জানিয়ে দেন, তিনি চান না এই ম্যাচ হোক। কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করার আর্জি জানান। জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিল ভারত সরকার। ক্রীড়াক্ষেত্রেও সম্পর্কচ্যুত করার আশ্বাস দেওয়া হয়ে। সেটা মনে করিয়ে দেন জঙ্গিহানায় মৃতের বাবা। সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দিবেদী বলেছিলেন, ''২২ এপ্রিল ২০২৫ এ আমাদের দেশের ২৬ জন নির্দোষ এবং নিরীহ পর্যটককে মেরে ফেলে পাকিস্তান। ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে কোনওরকম সম্পর্ক রাখা হবে না। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানাই। মানুষের আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।''
এশিয়া কাপে ভারত-পাক প্রথম সাক্ষাতের দিন জন্মদিন ছিল সূর্যের। তিনি বলেছিলেন, ''পাকিস্তানের বিরুদ্ধে জয় দারুণ অনুভূতি। এই জয় দেশকে আমার পক্ষ থেকে আদর্শ রিটার্ন গিফট।''
আরও পড়ুন: সিরিজের মাঝপথে কেন ফিরলেন শ্রেয়স? কারণ জানাল বিসিসিআই
