আজকাল ওয়েবডেস্ক: আর কত বার হৃদয় জিতে নেবেন রোহিত শর্মা! রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এবং হিটম্যানের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে গতবছর। 

তার পরই বিপর্যয় নেমে এসেছে ভারতীয় ক্রিকেটে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুর্নাম ঘোচাবার সুযোগ রোহিতের দলের সামনে। 

আগামী মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পঞ্চাশ বছর পূর্তির একটি অনুষ্ঠানের আয়োজন করে মুম্বই ক্রিকেট সংস্থা। 

সেই অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, শচীন তেণ্ডুলকর, অজিঙ্কে রাহানের মতো প্রাক্তন তারকাদের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের বর্তমান অধিনায়কও। 

 

?ref_src=twsrc%5Etfw">January 19, 2025

সেখানেই অগ্রজ শাস্ত্রীকে সম্মান দেখিয়ে রোহিত জিতে নিলেন গোটা দেশের হৃদয়। কী করলেন হিটম্যান? অনুষ্ঠান মঞ্চে তখন চ্যাম্পিয়ন্স ট্রফি হাজির। গাভাসকর বসে মঞ্চে। শাস্ত্রী এক কোণে বসে রয়েছেন। এমন সময়ে রোহিতের প্রবেশ। তিনি শাস্ত্রীকে গাভাসকরের পাশে গিয়ে বসতে বলেন। রোহিতের কথা মতো শাস্ত্রীও উঠে গিয়ে লিটল মাস্টারের পাশে বসেন। 

পরে চ্যাম্পিয়ন্স ট্রফির সামনে দাঁড়িয়ে ছবি তোলার সময়েও রোহিতকে ট্রফির সামনে এসে দাঁড়াতে বলেন লিটল মাস্টার। কিন্তু রোহিত নিজেকে দূরেই সরিয়ে রাখেন। 

অগ্রজ তারকাদের মাঝে আসতে চাননি বর্তমান অধিনায়ক। রোহিতের এহেন আচরণ সবার মনে ধরে। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসা হয়। 

?ref_src=twsrc%5Etfw">January 19, 2025