আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্বস্তিতে ভারত। হতাশা গ্রাস করেছে অধিনায়ক রোহিত শর্মাকে। তার প্রতিফলন দেখা গেল মাঠে। রোহিত শর্মা তিরস্কার করে বসলেন তরুণ বোলার আকাশদীপকে। 

অস্ট্রেলিয়ার ১১৪-তম ওভারের ঘটনা। আকাশের ডেলিভারি অফস্টাম্পের অনেকটাই বাইরে ছিল। ঋষভ পন্থ শরীর ছুড়ে সেই বল বাঁচান। নাহলে বাই চার হয়ে যেত। আকাশদীপের এহেন ডেলিভারি দেখার পরে প্রবল বিরক্ত হন হিটম্যান। তিনি চিৎকার করে বলতে থাকেন, ''মাথায় কিছু আছে নাকি!'' রোহিতের চিৎকার ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে। 
বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ৫১। ক্রিজে রয়েছেন লোকেশ রাহুল ও রোহিত। টিম ইন্ডিয়া এখনও ৩৯৪ রানে পিছিয়ে রয়েছে। ভারতের ক্রিকেটপ্রেমীরা রোহিতের কাছ থেকে রান চাইছেন। ম্যাথু হেডেনের মতো প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার রোহিতকে পরামর্শ দিয়ে বলছেন, ''রোহিত শর্মা ভাই আমার আরও বেশি এনার্জি নিয়ে খেলো।'' 

 

?ref_src=twsrc%5Etfw">December 16, 2024

এদিকে, দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল ৪০৫। ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক। তৃতীয় দিন সকালে স্কোরবোর্ডে খুব বেশি রান যোগ করতে পারেনি অজিরা। ৪০ রানে শেষ ৩ উইকেট হারায়। ৪৪৫ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। দিনের শুরুতে স্টার্ককে তুলে নেন বুমরা। মোট ছয় উইকেট তুলে নেন ভারতীয় তারকা। ছন্দে থাকা অস্ট্রেলিয়া উইকেটকিপার ব্যাটারকে ফেরান আকাশ দীপ। ৮৮ বলে ৭০ রান করে আউট হন ক্যারি। ১১৭.১ ওভারে শেষ হয় অজিদের ইনিংস। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করে ৪৪৫ রান।