আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিতর্কের শেষ নেই। রাওয়ালপিন্ডি, লাহোরের স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতের দুবাইয়ে খেলা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। কয়েকজন প্রাক্তনী মনে করেন, একই ভেন্যুতে সব ম্যাচ খেলায়, বাড়তি সুবিধা পাচ্ছে ভারতীয় দল। কারণ বাকি দলগুলোকে পাকিস্তান এবং দুবাইয়ে যাতায়াত করে খেলতে হচ্ছে। কিন্তু এই বিষয়ে ভিন্ন মেরুতে রবিন উথাপ্পা। অবসরের পর দুবাইয়ে বসবাস করেন ভারতের প্রাক্তন ওপেনার। এখানকার পিচ সম্বন্ধে অবগত। সমালোচকদের মুখের ওপর যোগ্য জবাব দিলেন তিনি। উথাপ্পা মনে করেন, পাকিস্তানের পাটা উইকেটে খেলার সুযোগ  মিস করেছে টিম ইন্ডিয়া। ভারতের প্রাক্তন তারকা জানিয়ে দিলেন, দুবাইয়ের থেকে পাকিস্তানের পিচ অনেক ভাল। উথাপ্পার দাবি, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তোলা তুলনামূলকভাবে কঠিন। 

উথাপ্পা বলেন, 'ভারত বলতে পারে, পাকিস্তানের পাটা পিচে খেললে ওদের রেকর্ড অনেক ভাল হত। প্রত্যেক ব্যাটার রান তোলার সুযোগ পেত। যে যা খুশি বলতে পারে, তবে ক্রিকেট ব্যাট-বলের খেলা। নির্দিষ্ট দিনে যারা ভাল খেলবে, তাঁরাই জিতবে। যারা অভিযোগ জানাচ্ছে, তাঁদের মানসিক অবস্থা বোঝাই যাচ্ছে।' উথাপ্পা জানান, ভারতের তিনটে ম্যাচ দুবাই, আবু ধাবি এবং শারজাতে রাখা যেতে পারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি দলের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারতের প্রাক্তনী মনে করেন, প্রতিপক্ষ নিয়ে ভাবার দরকার নেই রোহিত-বিরাটদের। বরং, নিজেদের শক্তি এবং দুর্বলতার ফোকাস করা উচিত। উথাপ্পা বলেন, 'ক্রিকেটার হিসেবে প্রতিপক্ষ নিয়ে আমরা ভাবি না। আমাদের নিজেদের ফর্ম, শক্তি এবং শিবিরের মেজাজে ফোকাস করা উচিত। ছন্দে থাকা দল কখনওই প্রতিপক্ষ নিয়ে ভাবে না। তাঁরা নিজেদের ওপর ফোকাস করে।' ভারতের ফাইনালে যাওয়ার বিষয়ে আশাবাদী উথাপ্পা।