আজকাল ওয়েবডেস্ক:  ১২ অক্টোবর ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচ ভারতের। সেই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করে দিলেন ভারতের কোচ মানোলো মার্কুয়েজ। সেই  দলে নেই অনিরুদ্ধ থাপা এবং নন্দ কুমার। 

ফিফার ক্রমতালিকায় ভারত রয়েছে ১২৬ নম্বরে। ভিয়েতনামের র‍্যাঙ্কিং ১১৬। ভারত, লেবানন এবং ভিয়েতনামকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় লেবানন। ফলে ভারত ও ভিয়েতনামের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে ১২ তারিখ। 

এদিকে ভিয়েতনামে খেলতে যাওয়ার আগে ভারতীয় দলের কোচ মানোলো বলেছেন, "শারীরিকভাবে অবশ্যই আমরা প্রাক-মরশুম সময়ের তুলনায় এখন ভাল অবস্থায় আছি। এখনও কিছু খেলোয়াড় ভাল পারফর্ম করছে। কিন্তু তারা এখানে নেই। আমরা এখনও মরশুমের শুরুতে আছি। আমরা এই খেলোয়াড়দের ডেকেছি কারণ আমরা মনে করি তারা ভিয়েতনামের বিরুদ্ধে খেলার জন্য সেরা।"

কিন্তু মাত্র একটি ম্যাচ খেলা কতটা যুক্তিসঙ্গত? ভারতীয় দলের কোচ বলছেন, ''শুধুমাত্র একটি ম্যাচ খেলব আমরা, এটা যেমন খারাপ, তেমনই ভাল ব্যাপার হল প্রস্তুতির জন্য একটু বেশি সময় পেয়ে যাচ্ছি আমরা। যদি আমাদের ৯ তারিখে খেলতে হত, তাহলে আমরা মাত্র দু' দিন অনুশীলন করতে পারতাম। অন্তত এখন আমাদের চার বা পাঁচটি সেশন থাকবে। আমি মনে করি, খেলোয়াড়রা আমাদের দর্শন ভালভাবে বুঝতে পারবে। দেখা যাক এই সময় যথেষ্ট কি না। তবে জাতীয় দলের ম্যাচের আগে কয়েকটি সেশন থাকা প্রয়োজন।"