আজকাল ওয়েবডেস্ক: পাহেলগাঁওয়ে জঙ্গিহানার পর বাইশ গজে ভারত-পাকিস্তান দ্বৈরথের সমর্থনে ছিলেন না অনেকেই। কোনও রাখঢাক না করে গৌতম গম্ভীর বলেছিলেন, এমন রাজনৈতিক পরিস্থিতিতে ক্রিকেটেও মুখোমুখি হওয়া উচিত নয় দুই দেশের। কিন্তু আড়াই মাসের মধ্যে আবার ক্রিকেটের সবচেয়ে বড় যুদ্ধ দেখার সুযোগ পেতে চলেছে ক্রিকেটপ্রেমীরা। ৭ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে টুর্নামেন্ট। ২১ সেপ্টেম্বর ফাইনাল। ১৭ দিনের টুর্নামেন্টের প্রাথমিক সূচি প্রকাশিত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে কেন্দ্রীয় সরকারের থেকে সবুজ সংকেত নিতে হবে বিসিসিআইকে।‌

এশিয়া কাপে ভারত ছাড়াও অংশ নেবে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ পর্বের পর সুপার ফোর ফরম্যাটে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। অর্থাৎ, একই টুর্নামেন্টে দু'বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ হতে পারে। এশিয়া কাপের প্রচারমূলক অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের পোস্টারও প্রকাশিত হয়েছে। পাহেলগাঁও ঘটনার পর ক্রিকেটে দুই দেশের মুখোমুখি হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তবে আশা করা যাচ্ছে, সেই সমস্যা মিটে গিয়েছে। বাইশ গজে আবার দেখা যাবে ভারত-পাকিস্তান মহাযুদ্ধ। চলতি বছরই ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে মেয়েদের একদিনের বিশ্বকাপ। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিচারে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এশিয়া কাপের সূচি প্রকাশিত হওয়ায়, আশা করা যাচ্ছে সেই আশঙ্কা কেটে গিয়েছে।