আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগে অপারেশন সিঁদুরের পর শনিবার প্রথমবার মুখোমুখি হলেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। তবে সেটি মাঠে নয়, দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলনের সময়। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছনোর পর এদিন ছিল ভারতের দ্বিতীয় প্র্যাকটিস সেশন। প্রায় তিন ঘণ্টা ধরে চলে প্রস্তুতি, যেখানে সব ব্যাটাররা অন্তত এক ঘণ্টা করে নেট সেশনে সময় কাটান। অন্যদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে ট্রাই-সিরিজ ফাইনালের আগে প্র্যাকটিস করতে নামে পাকিস্তানও।
তবে একসঙ্গে অনুশীলন করলেও অনুশীলনের সময় দুই দলের খেলোয়াড়রা নিজেদের রুটিনেই ব্যস্ত ছিলেন। একে অপরের সঙ্গে কোনও কথা বা সৌজন্য বিনিময় হয়নি। স্পষ্টতই, এশিয়া কাপের আগের উত্তেজনা ইতিমধ্যেই তৈরি হয়েছে ভারত-পাকিস্তান শিবিরে। উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যেই উত্তাপ তৈরি হয়েছে যার রেশ গড়িয়েছে ২২ গজেও। এশিয়া কাপে আদৌ দুই দল একে অপরের মুখোমুখি হবে কিনা তা নিয়েও সংশয় ছিল। দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা দেখা গিয়েছে এদিনের অনুশীলনের সময়েও। শুক্রবার দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে প্রথম প্র্যাকটিস সেশন ছিল টিম ইন্ডিয়ার। সেখানে ভারতীয় দলের জন্য বিশেষ বার্তা দেন গৌতম গম্ভীর।
প্রত্যেককে সুযোগ লুফে নেওয়ার নির্দেশ দেন। ইংল্যান্ডে টেস্ট সিরিজের পর এই প্রথম জমায়েত হল টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব, শুভমন গিল, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, অভিষেক শর্মা, জীতেশ শর্মা এবং শিবম দুবে বাড়তি ব্যাটিং এবং ফিল্ডিং ড্রিলে অংশ নেয়। এবার বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে কোনও প্রস্তুতি শিবির হয়নি। তাই দুবাইয়ের আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেই চলে আসে টিম ইন্ডিয়া। শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্র্যাকটিসের কিছু ঝলক ভাগ করে নেয় বিসিসিআই। দলকে কী বার্তা দেন গম্ভীর? সেটা খোলসা করেন শিবম দুবে।
তিনি বলেন, 'খুব ভাল লাগছে। কারণে এই দলের পরিবেশ দারুণ। আজ এখানে এসেই মনে হচ্ছে, আমরা ফিরে এসেছি। আমাদের কোচ প্রত্যেক প্লেয়ারকে একটাই কথা বলেছে। যখনই দেশের হয়ে খেলার সুযোগ পাও, তুমি নতুন কিছু করার সুযোগ পাও। আমরা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি। ট্রেনিং করি। আরও ভাল ক্রিকেটার হওয়ার চেষ্টা করি।' আবার সংক্ষিপ্ত ফরম্যাটে ফিরতে পেরে উচ্ছ্বসিত শুভমন গিল। প্রায় এক বছর পর দেশের হয়ে টি-২০ খেলতে নামবেন। তারওপর এবার সহ অধিনায়ক তিনি। আর তর সইছে না। গিল বলেন, 'খুব উত্তেজিত। আমার মনে হয়, আমাদের দল দারুণ। আমরা যেভাবে আজকাল টি-২০ ক্রিকেট খেলছি, এককথায় অসাধারণ। তাই এই দলে যোগ দিতে পেরে খুবই উত্তেজিত।'
বর্তমান দল নিয়ে এশিয়া কাপে ভাল কিছু করার বিষয়ে আশাবাদী সূর্যকুমার যাদব। তিনি বলেন, 'দারুণ দল। সবাই খুবই দক্ষ। দলের ছেলেদের মাঠে দেখে সবসময় আমার মুখে হাসি ফোটে। ওরা নিজেদের সেরাটা দেয়। আমি ওদের থেকে সেটাই চাই। ওরা মাঠে নেমে উপভোগ করে।' ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে শেষ ম্যাচ। প্রসঙ্গত, সময় বদলে গিয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের।
সন্ধে সাড়ে সাতটার বদলে রাত আটটায় শুরু হবে মহারণ। এশিয়া কাপের ১৯টি ম্যাচ ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে হওয়ার কথা ছিল। তারমধ্যে থেকে ১৮টি।ম্যাচ আধ ঘণ্টা পিছিয়ে যায়। অর্থাৎ, আটটা থেকে শুরু হবে। একমাত্র ১৫ সেপ্টেম্বর আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। গ্রুপ এতে রয়েছে ভারত। সেই গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। আগের বছর শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
