আজকাল ওয়েবডেস্ক: বিরাট ব্যর্থতার দিনে নজর কাড়লেন রোহিত। এডিলেডে করলেন লড়াকু ৭৩। ৯৭ বলের ইনিংস মোটেই রোহিত সুলভ নয়। তবে মেরেছেন সাতটি চার ও দুটি ছয়।
এডিলেডে নজিরও গড়লেন রোহিত। প্রথম ব্যাটার হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত–অস্ট্রেলিয়া লড়াইয়ে হাজার রানের মালিক হলেন রোহিত। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে হাজার রান করলেন হিটম্যান। ২১ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। বিরাটের অস্ট্রেলিয়ায় রান রয়েছে ৮০২, আর শচীনের ৭৪০।
এটা ঘটনা, এডিলেডের পিচ ব্যাটিং সহায়ক। কিন্তু সমস্যা হল আবহাওয়া। গত দু’দিন এডিলেডে আকাশ মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে। পিচ ছিল স্যাঁতলা। যা রীতিমতো ভয়ঙ্কর করে তোলে মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে। বিশেষ করে হ্যাজেলউডকে খেলা একপ্রকার অসম্ভব মনে হচ্ছিল। প্রথম দু’ওভারে হ্যাজেলউডের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি রোহিত। বারবার মিস করেছেন, একাধিকবার তাঁর বিরুদ্ধে ক্যাচ, এলবিডবলিউ থেকে বেঁচেছেন। কিন্তু এসবের মধ্যে ধৈর্য হারাননি রোহিত। ধৈর্য ধরে কঠিন সময় পেরিয়েছেন। অন্য প্রান্তে যখন শুভমান, বিরাটরা পর পর আউট হয়ে গেলেন, তখনও ধৈর্য হারাতে দেখা যায়নি হিটম্যানকে।
আরও পড়ুন: টানা দু' ম্যাচে ডাক, কোহলির কেরিয়ার কি শেষের পথে?
পরে সেই কঠিন সময় পেরিয়ে যেতেই পাল্টা আক্রমণ শানানো শুরু করেন হিটম্যান। ইনসাইড–আউট, পুল শট, সুইপ শট একে একে নিজের সব শট ঝুলি থেকে বার করেন। পুল শটে পরপর দু’টি ছক্কা হাঁকাতেও দেখা যায় তাঁকে।
অন্যদিকে ভারত তুলল প্রথমে ব্যাট করে ২৬৪/৯। রোহিত ছাড়া রান পেলেন শ্রেয়স আইয়ার (৬১) ও অক্ষর প্যাটেল (৪৪)। শেষের দিকে হর্ষিত রানা ২৪ রানের ইনিংস খেলে যান। তবে রান পাননি নীতীশ কুমার রেড্ডি। অজি বোলারদের মধ্যে জাম্পা নিলেন চার উইকেট। বার্টলেট নিলেন তিনটি। আর স্টার্ক দুটি।
