আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে বেশ কয়েকদিন আগেই চেন্নাই পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কলকাতায় জয়ের পর আরেকটি আর্দ্র শহরে পা রেখেছে আরসিবি। পরপর দু’ম্যাচের অ্যাওয়ে লেগ শেষ করে চিন্নাস্বামী স্টেডিয়ামে ফিরবেন কোহলিরা। কলকাতার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করেছে বেঙ্গালুরু। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছে দল। শুক্রবারও ফিল সল্ট এবং বিরাট কোহলির দিকেই থাকবে নজর। 

 

দক্ষিণের ডার্বি হিসেবে পরিচিত এই বড় ম্যাচে বেঙ্গালুরু মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। পিচ রিপোর্ট বলছে, বরাবরের মতোই চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে স্পিন-বান্ধব পেতে চলেছে। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্পিনের ফাঁদে ফেলে তাদের কাবু করেছিল চেন্নাই। বিশেষ করে নুর আহমদের ৪ উইকেটে ১৮ রানের রেকর্ড গড়া বোলিং পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জানা যাচ্ছে, এদিনের ম্যাচেও প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা রয়েছে চেন্নাইতে। বিশেষজ্ঞ মহলের মতে, ১৬০-১৮০ রান জয়ের জন্য ভাল স্কোর হতে পারে। তবে চেন্নাইয়ের আবহাওয়া যথারীতি প্রচণ্ড গরম ও আর্দ্র থাকবে, যা খেলোয়াড়দের কাছে বাড়তি চ্যালেঞ্জ।