আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই নিজের ইউ টিউব চ্যানেলে শিবম দুবের বাদ পড়া নিয়ে সরব হয়েছিলেন আকাশ চোপড়া। তাঁর করা মন্তব্য কি শুনেছিলেন বোর্ডের নির্বাচকরা? নয়তো আচমকা কীভাবে ডাক পড়ল টি-২০ বিশ্বকাপের পর ব্রাত্য তারকার। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, চোট সারেনি নীতিশ কুমার রেড্ডির। তাঁর পরিবর্তে শিবম দুবেকে ডাকা হয়েছে। টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। টুর্নামেন্টের পর চোটের জন্য কিছুদিন মাঠের বাইরে ছিলেন। কিন্তু চোট সারিয়ে ফেরার পর তাঁকে দলে ফেরানো হয়নি। ব্রাত্য থেকে যান। গৌতম গম্ভীর, অজিত আগরকর জমানায় দুবেকে ধর্তব্যের মধ্যে ধরা হয়নি। কিন্তু সেই ব্রাত্য ক্রিকেটারকেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফেরানো হল। 

মুম্বই এবং জম্মু কাশ্মীরের রঞ্জি ম্যাচে খেলেন শিবম দুবে। হেরে যায় মুম্বই। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের বাকি চার ম্যাচের দলে সুযোগ পেতে চলেছেন ভারতীয় অলরাউন্ডার। বিশ্বকাপ জয়ের পর জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ছিলেন দুবে। কিন্তু বাংলাদেশ সিরিজের দলে ছিলেন না। দক্ষিণ আফ্রিকা সফরের দলেও তাঁকে রাখা হয়নি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় টেস্টে অভিষেক হয় নীতিশ কুমার রেড্ডির। মেলবোর্নে দুরন্ত শতরান করেন। সেই পারফরম্যান্সের ভিত্তিতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সুযোগ পান।