আজকাল ওয়েবডেস্ক: ক্লিনচিট পেলেন হায়দার আলি। ইউকেতে এক ব্রিটিশ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পাকিস্তানের ক্রিকেটারের বিরুদ্ধে। কিন্তু গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি। তদন্ত চালিয়ে যাওয়ার জন্য যথাযথ প্রমাণ সাপেক্ষ না পাওয়ায় মামলা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন হায়দার। গত মাসে ২৪ বছরের ক্রিকেটারকে গ্রেফতার করে পুলিশ। এক ব্রিটিশ-পাকিস্তানি মহিলা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। দাবি করেন, ম্যাঞ্চেস্টারের এক হোটেলে জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন হায়দার। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায়, পাকিস্তানের ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হচ্ছে। ৮ আগস্ট তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে তদন্ত চলছিল। 

গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ একটি বিবৃতিতে জানায়, '৪ আগস্ট ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ২৪ বছরের একজনকে গ্রেফতার করা হয়েছে। দাবি করা হয়েছে, ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে এই ঘটনা ঘটে। তদন্ত চললেও তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। অভিযোগকারীর পাশে আছে পুলিশ।' হায়দারকে বেকেনহ্যামে গ্রেফতার করা হয়। যেখানে পাঁচ ম্যাচের সফরে শাহিনসরা শেষ ম্যাচ খেলছিল। প্রথম দুটো ম্যাচ যথাক্রমে ২২ এবং ২৫ জুলাই হয়। এই দুই ম্যাচের মাঝেই ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রমাণিত হলে, ইউকেতে আজীবন কারাদণ্ড হতে পারে হায়দারের। 

আরও পড়ুন: অ্যাশেজের জন্য বড় ঝুঁকি নিতে প্রস্তুত কামিন্স, এই কারণেই তাঁরা চ্যাম্পিয়ন ...

 

পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানায়, হায়দারের বিরুদ্ধে ধর্ষণের তদন্ত চলছে। প্রাথমিকভাবে তাঁকে নির্বাসিত করেছে পিসিবি। জানানো হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ২৪ বছরের ব্যাটার নির্বাসিত থাকবে। পিসিবির বিবৃতিতে বলা হয়, 'যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে, পিসিবি হায়দার আলিকে সাময়িকভাবে নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেলে, পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বোর্ডের কোড অফ কন্ডাক্ট নিয়মে সিদ্ধান্ত নেওয়া হবে।' 

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ। সময় বদলে গিয়েছে ম্যাচের। সন্ধে‌ সাড়ে সাতটার বদলে রাত আটটায় শুরু হবে খেলা। এশিয়া কাপের ১৯টি ম্যাচ ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে হওয়ার কথা ছিল। তারমধ্যে থেকে ১৮টি ম্যাচ আধ ঘণ্টা পিছিয়ে যায়। অর্থাৎ, আটটা থেকে শুরু হবে। একমাত্র ১৫ সেপ্টেম্বর আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ম্যাচ ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান এবং হংকং ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। গ্রুপ এতে রয়েছে ভারত। সেই গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। গ্রুপ বিতে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং এবং শ্রীলঙ্কা। আগের বছর শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। এবার ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অভিযান শুরু ভারতের।