আজকাল ওয়েবডেস্ক: এবারের বিশ্বকাপে দারুণ সাফল্য এসেছে। ২০২৫ সালের মহিলা বিশ্বকাপ যেরকম জনপ্রিয়তা ছড়িয়েছে তেমনই প্রচুর টিকিট বিক্রি হয়েছে।
বিশেষ করে সেমিফাইনাল এবং ফাইনালে পুরোপুরি ফুল হাউস ছিল নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম। তারপর থেকেই ভারতীয় তারকার বলছেন, এবার দেশে মহিলা ক্রিকেটে পরিবর্তন আসবে।
তবে বিশ্বকাপ শেষের পরেই মহিলা ক্রিকেটে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৯ সালের মহিলাদের একদিনের বিশ্বকাপে অংশ নিতে চলেছে ১০টি দল।
যা আগের আট দলের ফরম্যাটের থেকে একটি বড় রদবদল। এই সিদ্ধান্ত এল ভারতে ঐতিহাসিক টুর্নামেন্টের পরই। এবারের বিশ্বকাপে ভারত নভি মুম্বইয়ে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে গত ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে জিতে নিয়েছিল দেশের প্রথম মহিলা বিশ্বকাপ ট্রফি।
আইসিসির মতে, মহিলা বিশ্বকাপে এই সম্প্রসারণ শুধু সংখ্যায় নয়, উদ্দেশ্যেও বড়। নতুন দেশগুলিকে সুযোগ দেওয়া, প্রতিযোগিতার মান বাড়ানো, এবং আরও দেশকে মহিলা ক্রিকেটে বিনিয়োগে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ফলে আরও বেশি করে দেশগুলি নিজেদের প্রতিভা তুলে ধরার মঞ্চ পাবে। পাশাপাশি, দর্শকরাও আরও চমকপ্রদ ক্রিকেটের স্বাদ পাবেন। আইসিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এবারের ইভেন্টের বিপুল সাফল্যের পর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ২০২৯ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপে ৮ দলের বদলে ১০ দল অংশ নেবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এবারে প্রায় ৩ লক্ষ দর্শক মাঠে বসে টুর্নামেন্ট উপভোগ করেছেন, যা মহিলা ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উপস্থিতি। বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি দর্শক টুর্নামেন্টটি দেখেছেন, যার মধ্যে শুধু ভারতেই দর্শকসংখ্যা ছিল প্রায় ৪৪.৬ কোটি।’
২০২৫ সালের বিশ্বকাপ ছিল একেবারে নজিরবিহীন। ভারতের ঐতিহাসিক জয়ে প্রথমবার কোনও এশীয় দেশ মহিলা ওয়ানডে ট্রফি জিতেছে। ২১ মিলিয়ন দর্শক সরাসরি ফাইনাল দেখেছেন, আর মোট দর্শকের সংখ্যা ছিল ৯২ মিলিয়ন।
পুরোপুরি প্যাকড স্টেডিয়াম প্রমাণ করে দিয়েছিল মহিলা ক্রিকেট এখন বিশ্বমঞ্চে নিজের জায়গা শক্ত করে নিয়েছে। ২০২৯ সালে ১০ দলের বিশ্বকাপ আরও বেশি দেশকে উত্তেজনা, চাপ ও গৌরবের স্বাদ নেওয়ার সুযোগ দেবে এমনটাই জানাচ্ছে আইসিসি।
২০২৫ সালে ভারতের সাফল্য যেমন কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে, তেমনই আইসিসির এই নতুন সিদ্ধান্ত বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের স্বপ্নকে আরও বড় করে তুলবে।
