আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে একহাত ইংল্যান্ডের প্রাক্তন তারকার। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলে টিম ইন্ডিয়া। যার ফলে তাঁদের সেমিফাইনালের তারিখ এবং ভেন্যু নিয়ে আগে থেকেই ওয়াকিবহাল ছিল ভারতীয় দল। কিন্তু গ্রুপ পর্বের পর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ট্র্যাভেল পরিকল্পনায় বদল হয়। এই বিষয়টি ভালভাবে নেয়নি বিশেষজ্ঞরা। অনেকেই মনে করছে, বাকি দলগুলোর তুলনায় ভারত বাড়তি সুবিধা পেয়েছে। এবার এই নিয়ে সোচ্চার হলেন ডেভিড লয়েড। গোটা বিষয়টিকে লজ্জাজনক এবং হাস্যকর বলেন প্রাক্তন তারকা। জানান, এর প্রভাব ক্রিকেটারদের ওপর পড়ে।
এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে লয়েড বলেন, 'এটা বিশ্ব ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট। সেখানে এই ধরনের ব্যবস্থা লজ্জাজনক। খুবই হাস্যকর বিষয়। এটা হতে পারে আগে ভাবিনি। আমি কথায় ব্যাখ্যা করতে পারছি না। পুরো বিষয়টা অর্থহীন। কীভাবে এর ব্যাখ্যা করব আমি জানি না। এটা একটা বিশ্ব ইভেন্ট। সব দলকে বিভিন্ন জায়গায় গিয়ে খেলতে হচ্ছে। সেখানে ভারত নির্দিষ্ট একটা ভেন্যুতেই খেলছে। আমি যদি প্লেয়ার হতাম, মোটেই আমার এই বিষয়টা ভাল লাগত না।' একই ভেন্যুতে সব ম্যাচ খেলা নিয়ে কটাক্ষ করে দক্ষিণ আফ্রিকার মিডিয়াও। গৌতম গম্ভীরের সমালোচনা করা হয়।
