আজকাল ওয়েবডেস্ক: আইসিসি চ্যাম্পিয়নশিপে ভারত ধারাবাহিক ভাবে ভাল করছে। পরপর দু' বছরে দুটো আইসিসি খেতাব জিতে নিল টিম ইন্ডিয়া। ভারতের এই দাপট আরও কয়েকবছর ধরে চলবে বলেই মনে করেন বিরাট কোহলি। রবিবার দুবাইয়ে খেতাব জয়ের পরে কোহলি জানান, আগামী আট বছর ভারত ক্রিকেটবিশ্বে দাপট দেখাবে। 

২০২৩ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও হৃদয় ভেঙেছিল ভারতের। তার পরে অন্ধকার সময় কাটিয়ে উঠে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে টিম ইন্ডিয়া। 

এবার অপরাজিত থেকে  চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেন রোহিতরা। কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে কোহলিকে বলতে শোনা গিয়েছে, ''সবাই চায়, চলে যাওয়ার সময়ে দলকে আরও ভাল জায়গায় দেখে যেতে। আরও ভাল জায়গায় রেখে যেতে চায়। আমার মনে হয়, এমন একটি স্কোয়াড আমাদের রয়েছে যা আগামী আট বছর গেটা বিশ্বকে শাসন করবে। শুভমান অসাধারণ খেলছে, শ্রেয়সও দুর্দান্ত, লোকেশ রাহুল নিয়মিত ম্যাচ শেষ করে আসছে, হার্দিক বেশ ভাল।''  

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি অন্য অবতারে ধরা দিয়েছেন। ফাইনালে রোহিত বিধ্বংসী মেজাজে ব্যাট করেছিলেন। শুভমন, শ্রেয়স, অক্ষর, রাহুলদের সর্বসম্মিলিত পারফরম্যান্সে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরছে।