আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ভরাডুবির পর রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। ৩৮ হতে আর দু'মাস বাকি। ইতিমধ্যেই টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টি-২০ বিশ্বকাপের পর রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা শুধুমাত্র দুটো ফরম্যাটে ফোকাস করার সিদ্ধান্ত নেন। ভারতের পরের টেস্ট সিরিজ জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে। পরের বড় একদিনের টুর্নামেন্ট ২০২৭ বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্বকাপের প্রস্তুতি নিতে হাতে দু'বছর রয়েছে। এই সময়টা কাজে লাগাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে প্রত্যেক ম্যাচে যেভাবে বিধ্বংসী মেজাজে শুরু করছেন রোহিত, তাঁকে বাদ দেওয়া সহজ হবে না। তারই মধ্যে একটি সর্বভারতীয় দৈনিকের রিপোর্টে বলা হয়েছে, রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের কাছে ভারত হেরে গেলে অবসর নিয়ে নিতে পারেন রোহিত। তবে ভারত জিতলে কী করবেন, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। দুটো ক্ষেত্রেই সিদ্ধান্ত সম্পূর্ণ রোহিতের ওপর নির্ভর করছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, ভারত চ্যাম্পিয়ন্স হলে, শুধুমাত্র প্লেয়ার হিসেবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারেন রোহিত। নেতৃত্বের ভার কোনও জুনিয়র প্লেয়ারকে দেওয়া হতে পারে। এই তালিকায় রয়েছেন হার্দিক পাণ্ডিয়া বা শুভমন গিল। সেক্ষেত্রে যতদিন ইচ্ছে রোহিত খেলা চালিয়ে যেতে পারে। তবে সবটাই নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের রেজাল্টের ওপর। টি-২০ বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন হিটম্যান। সেদিনই সিদ্ধান্ত জানিয়ে দেন। রবিবার তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। চ্যাম্পিয়ন হলেও অবসর ঘোষণা করতেই পারেন রোহিত। সবটাই নির্ভর করছে ম্যাচের ভাগ্যের ওপর। তবে পরিস্থিতি অনুযায়ী, রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হয়তো শেষবার আইসিসি টুর্নামেন্টে দেখা যাবে রোহিতকে।
