আজকাল ওয়েবডেস্ক: গ্রুপ পর্বে বরুণ চক্রবর্তীর মায়াজালে বিদ্ধ হয়েছিল নিউজিল্যান্ড। সেই স্পিন মন্ত্রেই কিউয়ি কাঁটা তুলতে মরিয়া টিম ইন্ডিয়া।
ফাইনালের বল গড়ানোর আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে চিন্তায় ছিল কিউয়িরা। কিন্তু ফাইনালে সেই স্পিন চতুর্ভুজই কিন্তু নিউজিল্যান্ডের কঠিন পরীক্ষা নিচ্ছে। শুরুতে রাচীন রবীন্দ্র দ্রুতগতিতে রান তুলছিলেন। কিন্তু রোহিত স্পিনারদের আনতেই রানের গতি কমে। সেই সঙ্গে উইকেটও হারাতে থাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিউয়িরা ৪ উইকেট হারিয়েছে। চারটি উইকেটই নিয়েছেন স্পিনাররা। এখনও পর্যন্ত অক্ষর প্যাটেল উইকেট পাননি। তবে ম্যাচ এখনও অনেক বাকি।
ফাইনালের আগে নিউজিল্যান্ডের অন্দরমহলের কথা ফাঁস করেছিলেন শাশ্বত তিওয়ারি নামের এক নেট বোলার। কিউয়ি তারকারা ভারতীয় বোলারদের আক্রমণের রাস্তা নেওয়ার পরিকল্পনা ছকেছিলেন। কিন্তু ফাইনাল শুরু হতেই সব এলোমেলো হয়ে যায়।
কে এই শ্বাশত তিওয়ারি? তিনি পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার। ভারত থেকে দুবাইয়ে গিয়েছেন সম্প্রতি। আইসিসি-র ক্রিকেট অ্যাকাডেমির মাঠে কিউয়ি ব্যাটারদের নেটে বল করেন তিনি। ভারতীয় বোলারদের কীভাবে সামলাবেন কিউয়িরা, তার ইঙ্গিত আগেই পেয়েছেন শ্বাশত। সেটাই তিনি জানিয়েছেন।
তিনি বলেন, ''আমি লেগ স্পিনার ও ডানহাতি ব্যাটসম্যান। গ্লেন ফিলিপসকে বোল্ড করি। ও ভেবেছিল, আমি লেগ ব্রেক করব। কিন্তু গুগলিতে আউট করি।'' ভারতের বাঁ হাতি স্পিনারদের সামলানোর জন্য আলাদা পরিকল্পনা করে রেখেছেন কিউয়িরা। শাশ্বত তেমনটাই জানিয়েছেন। তবে ভারতীয় স্পিনারদের সামলানো যে কঠিন হবে, তার ইঙ্গিত দিয়েছেন শ্বাশত।
তিনি সংবাদসংস্থাকে বলেছেন, ''১৮ গজ দূর থেকে বল করার অনুরোধ করা হয়েছিল আমাকে। রবীন্দ্র জাদেজার বলের গতির সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্যই আমাকে ওইভাবে বল করতে বলা হয়েছিল।'' কিন্তু কোথায় গেল ব্ল্যাক ক্যাপসদের সেই পরিকল্পনা। ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে নাজেহাল নিউজিল্যান্ড।
