আজকাল ওয়েবডেস্ক: ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টস বড় ভূমিকা নিতে পারে। যদিও এখনও পর্যন্ত দুবাইয়ে শিশির প্রভাব ফেলেনি। তবে গরমের মধ্যে ফিল্ডিং করা যথেষ্ট কঠিন হবে। টুর্নামেন্ট শুরুর তুলনায় গরম কিছুটা বেড়েছে। তাই হয়তো টসে জিতলে প্রথমে ব্যাট করে নিতে চাইবেন রোহিত শর্মা এবং মিচেল স্যান্টনার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র অপরাজিত দল ভারত। তবে চারটে টসই হেরেছেন রোহিত শর্মা। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে একদিনের আন্তর্জাতিকে সব টস হেরেছেন রোহিত। টানা ১৪ হার। নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন মনে করেন ভারতের জন্য টস কোনও ফ্যাক্টর হবে না। হেসন‌ বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কে টসে জিতল সেটা বড় বিষয় নয়। ভারতীয় সমর্থক হলে তো নয়ই। রোহিত শর্মা টানা ১৪ টা টস হেরেছে। সেই নিয়ে রাতের ঘুম ওড়ানোর দরকার নেই।'

কিউয়িদের প্রাক্তন কোচ মনে করেন, 'টসে জিতে নিউজিল্যান্ডের প্রথমে ব্যাট করা উচিত। হেসন বলেন, 'ট্যাকটিক্যাল দিক বিবেচনা করলে, নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে চাইবে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যা করেছিল, ফাইনালেও সেটাই করতে চাইবে। বরুণ চক্রবর্তীর কথা ওদের মাথায় থাকবে।' ব্ল্যাক ক্যাপসদের প্রাক্তন কোচ মনে করেন, টসে জিতলে ভারতেরও প্রথমে ব্যাট করা উচিত। অন্যদিকে টসে জেতা নিয়ে ভাবছেনই না রবিচন্দ্রন অশ্বিন। জানান, টসে হারের সংখ্যা ১৫ হলেও কোনও ক্ষতি নেই। বরং, সাপে বর হবে। কঠিন সিদ্ধান্ত নিতে হবে না রোহিত শর্মাকে। অশ্বিন বলেন, 'আমার মতে, টসে জেতার চেষ্টা করাই উচিত নয়। আমি বরং বলব, ভারতের টসে হারাই উচিত। নিউজিল্যান্ড সিদ্ধান্ত নিক। তবে ভারত রান তাড়া করেও জিতেছে। তাই কোনও সমস্যা হবে না।' কেন উইলিয়ামসন এবং রবীন্দ্র জাদেজার লড়াই দেখার জন্য মুখিয়ে আছেন অ্যাশ। তিনি মনে করেন, এই দ্বৈরথ ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।