আজকাল ওয়েবডেস্ক:‌ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বোলারদের দুরন্ত পারফরম্যান্স। বরুণ চক্রবর্তী একাই নিয়েছিলেন পাঁচ উইকেট। অক্ষর, জাদেজা, কুলদীপরাও উইকেট তুলেছেন। সবথেকে বড় কথা ভারতের চার স্পিনারই ছন্দে রয়েছেন। বোলিং কোচ মরনি মরকলে জানিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছেন তাঁরা।


রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী স্বপ্ন দেখাচ্ছেন দলকে। জীবনের মাত্র দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নেমেই করেছেন কামাল। আর তাই সেমিফাইনাল ম্যাচের আগে মরকেল বলেছেন, ‘‌আমরা জানি কীভাবে খেলতে হবে। দুবাইয়ের উইকেটে কীভাবে বল করতে হবে সে ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। যেভাবে একের পর এক উইকেট এসেছে। মিডল ওভারে ডট বল হয়েছে অনেক।’‌


বরুণকে নিয়ে বাড়তি প্রশংসা মরকেলের গলায়। বলেছেন, ‘‌বরুণ যে সুযোগ পেয়েছে সেটা দারুণভাবে কাজে লাগিয়েছে। বোলিং ইউনিট হিসেবে দুর্দান্ত সফল সবাই। অস্ট্রেলিয়া ম্যাচেও এই মোমেন্টাম ধরে রাখবে বোলাররা। প্রস্তুতিও সেভাবেই হবে।’‌ 


মরকেল আরও বলেছেন, ‘‌আন্তর্জাতিক ক্রিকেটে একটা দল হিসেবে খেলতে হয়। সেভাবেই খেলছি আমরা। বিভিন্ন পরিস্থিতিতে চ্যালেঞ্জ সামলে নিচ্ছে ক্রিকেটাররা। ব্যাটাররা যেমন মিডল অর্ডারে খেলছে। বোলাররা সময় মতো উইকেট নিচ্ছে। আর কী চাই।’‌