আজকাল ওয়েবডেস্ক: একটা নয়, দুটো নয়, তিন-তিনটে ক্যাচ ফেলেছেন যশস্বী জয়সওয়াল। 

তরুণ ক্রিকেটার গালি, সিলি পয়েন্ট ও স্লিপে ক্যাচ ফেলার পরে হতাশা গোপন রাখতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা। তিনি হতাশায় হাত ছুড়তে থাকেন। মেজাজ হারান। কিন্তু রোহিতের এমন প্রতিক্রিয়ায় সন্তুষ্ট নন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইক হাসি। তিনি বর্ডার-গাভাসকর ট্রফিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। জয়সওয়াল ক্যাচ ফেলায় রোহিতের হাত-পা ছোড়া দেখে ফক্স স্পোর্টসকে হিটম্যান বলেছেন, ''সত্যি বলতে কী, রোহিতের এই প্রতিক্রিয়া আমার একদমই ভাল লাগেনি। আমি মানছি ও আবেগপ্রবণ, অস্ট্রেলিয়ার উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছিল, তবে তুমিই তো শান্ত ও স্থিতধী থাকার বার্তা দেবে। সময়ে অসময়ে তুমিই তো সতীর্থের পাশে থাকবে। ক্যাচ পড়লে সবারই খারাপ লাগে। যে ক্যাচ ফেলছে তার তো খারাপই লাগে, বাকিদেরও দেখতে ভাল লাগে না। আর মারনাস লাবুশেনের মতো ব্যাটারের ক্যাচ যদি পড়ে তাহলে তো খারাপ লাগারই কথা। কিন্তু তাই বলে এমন প্রতিক্রিয়া প্রত্যাশিত নয় রোহিতের কাছ থেকে।'' 

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে লেগ গালিতে দাঁড়ানো যশস্বী ক্যাচ ফেলেন উসমান খওয়াজার। সেই সময়ে খওয়াজা ২ রানে ব্যাট করছিলেন। পরে সেই খওয়াজা ১৯ রান করে ফেরেন সিরাজের বলে। 

?ref_src=twsrc%5Etfw">December 29, 2024

 

লাবুশেন জীবন ফিরে পেয়ে পঞ্চাশ করে ফেলেন। শেষ মেশ ৭০ রানে আউট হন লাবুশেন। কিন্তু অস্ট্রেলিয়ার রান যখন ৬ উইকেটে ৯৯, সেই সময়ে স্লিপে লাবুশেনের ক্যাচ ফেলে দেন যশস্বী জয়সওয়াল। আকাশদীপকে দেখা যায় উত্তেজিত ভাবে কিছু বলতে। রোহিত শর্মা তো হাত ছুড়লেন রাগে। 

চা বিরতির ঠিক আগে প্যাট কামিন্সের ক্যাচ ফেলে দেন যশস্বী। সেই সময়ে কামিন্স ২০ রানে ব্যাট করছিলেন। যশস্বী দাঁড়িয়েছিলেন সিলি পয়েন্টে। কামিন্সের ক্যাচ ফেলার পরে রোহিত ফের প্রতিক্রিয়া দেখান। 

দিনের শেষে যশস্বী খলনায়ক। কাঠগড়ায় তিনি। কিন্তু তাঁরে পাশেই এসে দাঁড়ালেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা।