আজকাল ওয়েবডেস্ক: আরও একটি পালক যুক্ত হল যশপ্রীত বুমরার মুকুটে। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ভারতের তারকা পেসার। সারা বছরে লাল বলের ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্সের জেরেই জিতে নিলেন এই পুরস্কার। ১৩ ম্যাচে ৩৫৭ ওভার বল করে ৭১ উইকেট তুলে নেন। গড় ১৪.৯২। ক্যালেন্ডার বছরে চতুর্থ ভারতীয় বোলার হিসেবে ৭০ এর বেশি টেস্ট উইকেট নিলেন। এই তালিকায় রয়েছেন কপিল দেব, অনিল কুম্বলে এবং রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে হারিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তকমা অর্জন করেন বুমরা। ঘরের এবং বিদেশের মাঠে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় পেসার। বর্ডার-গাভাসকর সিরিজে ধরাশায়ী হওয়ার আগে পর্যন্ত টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে রাখেন।
বর্তমানে পিঠের চোটের জন্য দলের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত। কিন্তু লাল বলের ক্রিকেটে বছরটা খুবই ভাল গিয়েছে বুমরার। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জয় দিয়ে শুরু হয়। সেই ম্যাচে আট উইকেট নেন ভারতের তারকা পেসার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ জয়ে ১৯ উইকেট সংগ্রহ বুমরার। তারমধ্যে এক টেস্টে রয়েছে ৯ উইকেট। বিশাখাপত্তনামে ভারতীয় দলকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে দল ব্যর্থ হলেও, সফল বুমরা। পাঁচ টেস্টে ৩২ উইকেট নেন। গড় ১৩.০৬। সিরিজ সেরা হন। অস্ট্রেলিয়ার মাটিতেই ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। দ্বাদশ ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন। পারথে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আট উইকেট তুলে নেন। তারমধ্যে রয়েছে প্রথম ইনিংসে পাঁচ উইকেট। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যেও একনম্বরেই যশপ্রীত বুমরা। বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের আগে ৯০৭ রেটিং নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে ইতিহাসের পাতায় নাম লেখান বুমরা। ছাপিয়ে যান রবিচন্দ্রন অশ্বিনকে। বর্তমানে ৯০৮ পয়েন্ট তারকা পেসারের। কেরিয়ার সেরা।
