আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম দুই টেস্টে যশপ্রীত বুমরার বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি মিচেল মার্শ। তাঁর বলে আউট না হলেও, রান পাননি। কিন্তু তৃতীয় টেস্টে বিশ্বের সেরা বোলারের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন। দুর্দান্ত ফর্মে আছেন বুমরা। ইতিমধ্যেই ১২ উইকেট তুলে নিয়েছেন তারকা পেসার। নতুন বলে তাঁকে খেলতে নাকানিচোবানি খায় অস্ট্রেলিয়ার টপ অর্ডার। কিন্তু মার্শের দাবি, বুমরাকে খেলার কৌশল জেনে গিয়েছেন তিনি। যদি তাঁকে এড়িয়ে যাওয়ার বা তাঁর ওভার কাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আউট হওয়া অবধারিত। ভারতীয় তারকাকে ট্যাকল করার আদর্শ উপায়, চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা চাপ সৃষ্টি করা। মার্শ বলেন, 'আমার মনে হয় বিশ্বের সেরা বোলারের বিরুদ্ধে খেলার সময় শুধুমাত্র তাঁর ওভার কাটিয়ে দেওয়ার কথা ভাবলে বিপদে পড়তেই হবে। তার বদলে প্রথম থেকেই ওর ওপরে চাপ তৈরি করার চেষ্টা করতে হবে। আমরা জানি এই মুহূর্তে ও বিশ্বের সেরা বোলার। এবার সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি থাকতে হবে। এমন বড় সিরিজে বিশ্বের সেরাদের বিরুদ্ধেই ভাল খেলার চ্যালেঞ্জ নেওয়া উচিত। আমি ওর বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি।' 

মার্শ অস্ট্রেলিয়ার টপ অর্ডারের একমাত্র ব্যাটার যে চলতি সিরিজে এখনও বুমরার বলে আউট হয়নি। তবে তার ভরসায় থাকতে পারবেন না। পরিকল্পনা নিয়ে নামতে চান। মার্শ বলেন, 'সবার নিজস্ব প্ল্যান থাকে। সবার ব্যাটিং ধরনও এক নয়। সবটাই ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে। কখনও একটা স্পেল শেষ হওয়ার অপেক্ষা করতে হয়। কখনও সরাসরি আক্রমণে যাওয়া যায়। তবে বিশ্বের সেরা আক্রমণের মোকাবিলা করার সময়, নিজস্ব পরিকল্পনা থাকা জরুরি।' অতীতের রেজাল্টের প্রেক্ষিতে গাব্বায় লো-স্কোরিং ম্যাচ হবে। তবে নিজের অ্যাপ্রোচ বদলাবেন না মার্শ। স্টিভ স্মিথের প্রত্যাবর্তনের বিষয়ে আশাবাদী তাঁর সতীর্থ। তিন ইনিংসে মাত্র ১৯ রান করেছেন প্রাক্তন অধিনায়ক। তবে মার্শের আশা, তৃতীয় টেস্টে বাউন্স ব্যাক করবেন অজি তারকা। ২০২১ সালে ব্রিসবেনে ভারতের কাছে হারে অস্ট্রেলিয়া। পার্থক্য গড়ে দেন ঋষভ পন্থ। কিন্তু অতীত নয়, মার্শের ফোকাস বর্তমানে।