আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ ১২ বছর পর রনজি খেলতে নেমেছেন বিরাট। রেলওয়েজের বিরুদ্ধে। কিন্তু রান পাননি প্রথম ইনিংসে। মাত্র ৬ রান করেই বোল্ড হয়ে যান।
প্রসঙ্গত, বর্ডার গাভাসকার ট্রফিতে ব্যর্থতার পর বোর্ড জানিয়ে দিয়েছে, জাতীয় দলের তারকাদের রনজি খেলতেই হবে। সেই মতো নিজ নিজ রাজ্য দলের হয়ে রনজি খেলতে নেমেছেন রোহিত, বিরাট, জাদেজা, গিল, যশস্বীরা। কিন্তু জানেন কী একটি রনজি ম্যাচ খেলে কত টাকা পাবেন রোহিত–বিরাটরা?
রনজিতে খেলা ক্রিকেটারদের আয়ের বিভিন্ন ভাগ আছে। যে সব ক্রিকেটার ৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তাঁরা ৬০ হাজার টাকা প্রতিদিন পান। যে সব ক্রিকেটার ২১ থেকে ৩৯টি ম্যাচ খেলেছেন, তাঁরা পান দিন প্রতি ৫০ হাজার টাকা। আর ২০ বা তার কম প্রথম শ্রেণির ম্যাচ খেলে ক্রিকেটারেরা দিন প্রতি ৪০ হাজার টাকা পান। আর যে সব ক্রিকেটার প্রথম একাদশে সুযোগ পান না তাঁরা ২০ থেকে ৩০ হাজার টাকা পান অভিজ্ঞতার নিরিখে।
এদিকে কোহলি রনজি খেলেছেন ২৩টি। টেস্ট খেলেছেন ১২৩টি। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ম্যাচ খেলার সংখ্যা প্রায় ১৫০। আর তাই কোহলি রেলওয়েজের বিরুদ্ধে এই ম্যাচ খেলার জন্য দিন প্রতি পাবেন ৬০ হাজার টাকা করে। ম্যাচটি চার দিন গড়ালে ২ লক্ষ ৪০ হাজার টাকা পাবেন বিরাট। বিরাটের মতোই দিন প্রতি ৬০ হাজার টাকা করে পাবেন রোহিত, রাহুল, পন্থ, শুভমানরা। শুধু যশস্বী এখনও পর্যন্ত ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাই তিনি দিন প্রতি ৫০ হাজার টাকা পাবেন।
