আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ঐতিহাসিক সিরিজ হার ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রার বড় ধাক্কা। বেঙ্গালুরুর পর পুনের হার রোহিতদের ফাইনালের ভাগ্য নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে একনম্বরে ছিল টিম ইন্ডিয়া। এমনকী পুনে টেস্টের আগে ৬৮.০৬ পয়েন্ট নিয়ে রোহিতরা শীর্ষস্থানে ছিলেন। কিউয়িদের কাছে জোড়া হারে পয়েন্ট কাটা গিয়েছে। বর্তমানে ভারতের পয়েন্ট ৬২.৮২। একনম্বরে থাকলেও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়া। অজিদের পয়েন্ট ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। পরের মরশুমে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের অংশ হতে বাকি টেস্টগুলোতে অসম্ভব ভাল খেলতে হবে রোহিতদের। 

বর্ডার-গাভাসকর ট্রফির আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও একটা টেস্ট খেলবে ভারত। ফাইনালের টিকিট নিশ্চিত করতে বাকি ছয় টেস্টের মধ্যে চারটে জিততে হবে। তবে সেটা না হলেও সুযোগ থাকবে। বাকি দলগুলোর রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার রেজাল্টের ওপর অনেকটাই নির্ভর করবে রোহিত, কোহলিদের ভাগ্য। বিশেষ করে শ্রীলঙ্কার রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে রাস্তা কঠিন হলেও অসম্ভব নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলেও এখনও লড়াইয়ে আছে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য পেতে হবে। প্রথম টেস্ট ৮ উইকেটে হারার পর, দ্বিতীয় টেস্ট ১১৩ রানে হারে টিম ইন্ডিয়া। দুই ইনিংস মিলিয়ে ১৩ উইকেট নেন মিচেল স্যান্টনার। যশস্বী ছাড়া কেউই রান পায়নি। ৬৫ বলে ৭৭ রান করেন বাঁ হাতি ওপেনার। তাঁর সঙ্গে শুভমন গিলের ৬২ রানের পার্টনারশিপ আশার সঞ্চার করেছিল। কিন্তু কিউয়িদের বোলিংয়ের কাছে আত্মসমর্পণ ভারতের। বিশেষ করে স্যান্টনারের কাছে।