আজকাল ওয়েবডেস্ক: কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ২-০ তে সিরিজ জয় রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। টানা তিনবার ফাইনাল খেলার হাতছানি ভারতের সামনে। গ্রিনপার্কে ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জয় ভারতের জায়গা আরও মজবুত করেছে। বাকি দলগুলোর সঙ্গে পয়েন্টের পার্থক্য বাড়িয়ে দিয়েছে। ১১ ম্যাচে ৯৮ পয়েন্ট ভারতের। মোট আটটি জয়, দুটি হার এবং একটি ড্র। পয়েন্টের শতাংশ ৭৪.২৪। এবার অস্ট্রেলিয়া সিরিজের আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে ফেলতে পারে ভারত। কীভাবে সেটা সম্ভব হবে? 

বাংলাদেশকে হারানোর পর যদি ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ তে হারাতে পারে রোহিতরা, তাহলে অস্ট্রেলিয়া পৌঁছনোর আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে ফেলবে ভারত। সেক্ষেত্রে বর্ডার-গাভাসকার সিরিজ ভারতের জন্য শুধুই মর্যাদার লড়াই হবে। নিউজিল্যান্ড সিরিজে ফেভারিট হিসেবেই নামবে ভারত। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউয়িরা। ১৬ অক্টোবর বেঙ্গালুরুতে প্রথম টেস্ট। পরে দুটো টেস্ট মুম্বই এবং পুনেতে। তারপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কোন দল একনম্বরে থেকে ফাইনালে যাবে, সেটা নির্ধারিত করবে বর্ডার-গাভাসকর ট্রফিতে। ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এই দুই দলের ধারেকাছে কোনও দল নেই। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। কিন্তু তাঁদের পয়েন্ট অনেকটাই কম।