আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মালিকানা যে বদল হচ্ছে তা জানা গিয়েছিল আগেই। এবার জানা গেল দল বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিরাটদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কন্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে।
প্রসঙ্গত, এই হোমবেল ফিল্মসের মূল ব্যবসা সিনেমা। এর আগে খেলাধুলোয় বিনিয়োগের ইতিহাস নেই। তবে চলচ্চিত্র জগতে চূড়ান্ত সফল এই কন্নড় প্রডাকশন হাউজ। কেজিএফ, কান্তারা, সালারের মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা এই সংস্থাটি। ৩ হাজার কোটি টাকার মালিক ওই সংস্থাটি অবশ্য আগে থেকেই আরসিবির সঙ্গে যুক্ত ছিল। সেই ২০২৩ থেকেই ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং এবং প্রচারের দিকটা দেখছে এই সংস্থাটি। দুই মালিক বিজয় কিংগাদুড় এবং চালুভে গৌড়ার সংস্থা অবশ্য আরসিবির পুরো মালিকানা কিনছে না। তারা আংশিক মালিক হবে।
এটা ঘটনা, ১৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফি জিতেছে আরসিবি। গতবছর অবশ্য মহিলাদের প্রিমিয়ার লিগে আরসিবি চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এবারের আইপিএল ফাইনালের পর থেকেই গুঞ্জন শুরু হয়, আইপিএলের মালিকানা বদল হচ্ছে। বর্তমান মালিক চাইছে অন্য কারোর কাছে আরসিবির পুরুষ এবং মহিলা দু’টি দলই বিক্রি করে দিতে। দিয়েগো ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, সংস্থার লাভের ৮.৩ শতাংশ আসে এই দুই ক্রিকেট দল থেকে। সহজ কথায়, তাদের কাছে এখন আর অপরিহার্য নয় আরসিবি। সেই কারণে বিরাট কোহলিদের দল বিক্রি করতে চাইছে তারা। বিক্রির জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার দাম রাখা হয়েছে আরসিবির। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায়, ১৭ হাজার কোটি টাকা! একাধিক সংস্থা আগ্রহ দেখালেও আংশিকভাবে আরসিবি বিক্রি হচ্ছে ওই প্রোডাকশন হাউসের হাতেই।
