আজকাল ওয়েবডেস্ক: চলে গেলেন ভেস পেজ। পিতৃহারা হলেন লিয়েন্ডার। বৃহস্পতিবার রাত তিনটে নাগাদ প্রয়াত হন প্রাক্তন অলিম্পিয়ান। কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রেখে গেলেন ছেলে লিয়েন্ডার পেজ এবং স্ত্রী জেনিফার পেজকে। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বাড়িতেই চলছিল চিকিৎসা ব্যবস্থা। বুধবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। বন্ধ হয়ে যায় কথাও। খবর শুনে বুধবার সন্ধেয় তড়িঘড়ি কলকাতায় চলে আসেন লিয়েন্ডার। রাতেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রাত তিনটেয় পরলোক গমন করেন। বাবার মৃত্যুতে শোকাহত লিয়েন্ডার। 

তুখোড় হকি প্লেয়ার ছিলেন। মিডফিল্ডার হিসেবে খ্যাতি ছিল তাঁর। ১৯৭২ মিউনিখ অলিম্পিকে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করেন। ব্রোঞ্জ পদক জেতে ভারত। তার আগের বছর বার্সেলোনায় হকি বিশ্বকাপেও দেশের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। পরবর্তীতে স্পোর্টস মেডিসিনের চিকিৎসক হন। এই পেশায় যথেষ্ট সুনাম অর্জন করেন। নামিদামি খেলোয়াড়দের সাহায্য করেন। ভারতীয় ক্রিকেট দল, ভারতের ডেভিস কাপের দল সহ দেশের একাধিক ক্রীড়া সংস্থার ফিজিও এবং স্পোর্টস মেডিসিনের চিকিৎসক হিসেবে কাজ করেন। কিন্তু ছেলে লিয়েন্ডার হকি স্টিক হাতে তোলেননি। টেনিসে আগ্রহ দেখান। অবশ্য ছোটবেলায় যখন ভেস পেজ মোহনবাগানে খেলতেন, তখন প্রায়ই মাঠে আসতেন লিয়েন্ডার। প্যাড, গ্লাভস পরে হাতে হকি স্টিক নিয়ে গোলকিপিং করতেন। তখন লির বয়স খুব বেশি হলে দু-তিন বছর। কিন্তু হকি স্টিক বেশিদিন হাতে থাকেনি, তুলে নেন টেনিস র‍্যাকেট। তাঁকে সর্বত্র সাপোর্ট করেন ভেস পেজ। ছেলেকে করেন কিংবদন্তি টেনিস তারকা। স্ত্রী জেনিফার পেজও ক্রীড়াজগতের সঙ্গে যুক্ত। ভারতীয় মহিলা বাস্কেটবল দলের অধিনায়ক ছিলেন। দীর্ঘদিন কলকাতার সিসিএফসি ক্লাবের সভাপতি ছিলেন ভেস পেজ। চলতি বছরের শুরুতে সিসিএফসিতে বাবা ভেস পেজের জন্য একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেন লিয়েন্ডার। তাতে অংশ নেয় প্রখ্যাত ক্রিকেটাররা। তালিকায় ছিলেন কীর্তি আজাদ, ইরফান পাঠান, অরুণ লাল, মনোজ তিওয়ারি প্রমুখ। হকি অলিম্পিয়নের মৃত্যুতে শোকাহত ক্রীড়ামহল। 

ভেস পেজের প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'ভেস পেজের মৃত্যুতে শোকাহত। ১৯৭২ অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য ছিলেন। হকি এবং স্পোর্টস মেডিসিনে ওনার অবদান ভোলার নয়। লিয়েন্ডার সহ ওনার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল।' শোক প্রকাশ করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেন, 'ভেস পেজের মৃত্যু ভারতীয় ক্রীড়াজগতের অপুরণীয় ক্ষতি। ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর স্ত্রী, পুত্র, পরিবারবর্গ ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি । ভেস পেজের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।'