আজকাল ওয়েবডেস্ক: কেরিয়ারের মধ্যগগনে বল পায়ে ফুল ফোটাতেন তিনি। খেলা ছাড়ার পরে একটা প্রীতি ম্যাচ থেকেই তিনি যা আয় করেন, তা অনেকের থেকে বেশি। 

গত নভেম্বরেই ফ্রান্সে এক প্রীতি ম্যাচে নামেন রোনাল্ডিনহো। সেই ম্যাচ খেলে কত আয় করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি তা জানিয়েছে একটি ফরাসি সংবাদমাধ্যম। 

ফরাসি প্রতিষ্ঠান জোগো দস ফামোসো এই প্রীতি ম্যাচের আয়োজন করে।  ম্যাচে বিজ্ঞাপনের জন্য স্পনসররা এই প্রতিষ্ঠানকে ৫ হাজার থেকে ২০ হাজার ইউরো পর্যন্ত অর্থ  দিয়েছে। ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোনাল্ডিনহো এই ম্যাচে অংশ নেওয়ার জন্য ২ লাখ ২০ হাজার ইউরো অর্থ পেয়েছেন আয়োজকদের কাছ থেকে। 

ব্রাজিলিয়ান কিংবদন্তি যখন কেরিয়ারের মধ্যগগনে ছিলেন, সেই সময়ে আয় করতেন বছরে ২ কোটি ৩০ লাখ ইউরো। এখনও আকাশছোঁয়া অর্থ আয় করছেন। 

ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ চলার সময়ে শোনা গিয়েছিল, খেলা দেখতে যাঁরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তাঁদের বাড়ি ভাড়া দেবেন  রোনাল্ডিনহো।  বছর সাতেক আগে তাঁকে দেউলিয়া ঘোষণা করা হয়েছিল। আর্থিক সঙ্কট কাটানোর জন্য়ই রোনাল্ডিনহো এখন প্রীতি ম্যাচ খেলছেন। আর প্রতিটি ম্যাচ বাবদ যে অর্থ তিনি নিচ্ছেন, তা বাকিদের ঈর্ষার কারণ হতে পারে।