আজকাল ওয়েবডেস্ক: ৩৯ বছরে এসেও টানা পর্তুগালের হয়ে গোল করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর কতদিন খেলবেন কেউ জানে না, কিন্তু সিআর সেভেন যে এখনও উচ্চ পর্যায়ের ফুটবল খেলার ক্ষমতা রাখেন তা বারবার প্রমাণিত হয়েছে। রোনাল্ডোর ৯০০ গোলের পরেই তাঁকে অনুসরণ করার বার্তা দিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। কেনের বয়স বর্তমানে ৩১ বছর। তিনি জানিয়েছেন, ৩৯ বছর বয়সেও শারীরিক এবং মানসিক ভাবে রোনাল্ডো ফর্মে রযেছেন।
তিরিশের পর কেরিয়ার চালিয়ে যেতে রোনাল্ডোকেই অনুসরণ করতে চান তিনি। বর্তমান বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার ২০১৫ সালে অভিষেকের পর থেকেই ৯৯ ম্যাচে ৬৬ গোল করেছেন। আর একটি ম্যাচ খেললেই আন্তর্জাতিক স্তরে নিজের শততম ম্যাচ খেলবেন তিনি। রোনাল্ডো গত ম্যাচেই স্কটল্যান্ডের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৯০১তম গোলটি করেছেন। তাঁর গোলেই নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে পর্তুগাল।
হ্যারি কেন জানিয়েছেন, ‘আমি বর্তমানে শারীরিক এবং মানসিকভাবে আমার কেরিয়ারের শীর্ষে। রোনাল্ডোর মত ফুটবলার ৩৯ বছর বয়সে কেরিয়ারের ৯০১তম গোল করছেন। এটাই আমাকে যতটা সম্ভব খেলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করে’। ইংল্যান্ড দল এবং ক্লাব লেভেলে বায়ার্ন মিউনিখ উভয় জায়গাতেই নিজের মান বজায় রাখতে চান কেন। ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, ‘আমি এই খেলাটাকে ভালোবাসি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে ভালোবাসি। আমি চাই না এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য আন্তর্জাতিক এবং ক্লাব স্তরে উন্নতি করা এবং ধারাবাহিক হওয়া’।
