আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হার। মহিলাদের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ভারত। আর এই ব্যর্থতার জন্য অধিনায়ক হরমনপ্রীত কৌরের উপর খাড়া নেমে আসতে চলেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি হরমনপ্রীতের অধিনায়কত্বের সমালোচনা হচ্ছে সর্বত্র।
সূত্রের খবর, নতুন অধিনায়ক নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। আর তাই শীঘ্রই তারা বৈঠকে বসবেন মহিলা দলের কোচ অমল মুজুমদার ও নির্বাচক কমিটির সঙ্গে। ওই বৈঠকেই নতুন অধিনায়ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল। হরমনকে আর অধিনায়ক রাখা হবে কিনা তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘বোর্ড নতুন অধিনায়ক বেছে নিতে চায়। বোর্ডের বক্তব্য, সমস্ত সুযোগসুবিধা দেওয়া সত্ত্বেও কেন এরকম ফল হচ্ছে। তাই বোর্ড একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চাইছে। হরমনকে শুধু ক্রিকেটার হিসেবে রেখে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে।’ এর আগে দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজও বলেছিলেন, ‘যদি হরমনকে অধিনায়ক রাখা হয় তো ঠিক আছে। আর অন্য কাউকে করা হলে এখনই সেরা সময়। কারণ পরের বিশ্বকাপ আর দুই বছর পর। নতুন অধিনায়ককে তো সময় দিতে হবে।’ সূত্রের খবর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগস।
