আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। আর তার পর দিনই আইসিসি টিম অফ দ্য টুর্নামেন্ট প্রকাশ করেছে। টুর্নামেন্টের সেরা দলে ভারতের হরমনপ্রীত কৌর ছাড়া আর কেউ জায়গা পাননি। টিম অফ দ্য টুর্নামেন্টে কারা রয়েছেন? দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্ড দলকে নেতৃত্ব দেবেন।
হরমনপ্রীতের নেতৃত্বে ভারত এবার সেমিফাইনালে পৌঁছতে পারেনি। তার পর থেকেই হরমনপ্রীতের কৌশল নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এমনকী নেতৃত্বে বদলের ডাক দেন ভারতের মহিলা দলের প্রাক্তন মিতালী রাজ। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে সেই হরমনপ্রীতের হাতেই নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হয়। মিতালী রাজ নতুন অধিনায়ক হিসেবে জেমাইমা রডরিগেজের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু এখনই যে নেতৃত্বের হাতবদল চাইছেন না দেশের নির্বাচকরা।
ঘোষিত আইসিসি-র সেরা দল: লরা ওলভার্ড (ক্যাপ্টেন), তাজমিন ব্রিটস, ড্যানি ওয়াট হজ, অ্যামেলিয়া কের, হরমনপ্রীত কৌর, দেয়ান্দ্রা ডটিন, নিগার সুলতানা (উইকেট কিপার), অ্যাফি ফ্লেচার, রোজমেরি মায়ার, মেগান শুট, ননকুলুলেকো ম্লাবা। দ্বাদশ প্লেয়ার-এডেন কারসন।
