আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে চোট পেয়েছিলেন। সেই হার্দিক পাণ্ডিয়া টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের জন্য সবুজ সঙ্কেত পেয়ে গেলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে প্রায় আড়াই মাস পরে পাঞ্জাবের বিরুদ্ধে নামতে চলেছেন। মঙ্গলবার হায়দরাবাদে খেলবেন পাণ্ডিয়া।
৪ ডিসেম্বর বরোদা ও গুজরাট ম্যাচেও তিনি খেলবেন। জাতীয় নির্বাচক প্রজ্ঞান ওঝা উপস্থিত থাকবেন সেই ম্যাচে।
পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল এক সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ''
২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত, হার্দিক সেন্টার অফ এক্সিলেন্স থেকে বেরোননি। সম্পূর্ণ রিহ্যাব এবং খেলায় ফেরার প্রোটোকল সম্পন্ন করেছেন। এখনও পর্যন্ত, তাঁকে টি-টোয়েন্টিতে ব্যাটিং এবং বোলিং করার জন্য সম্পূর্ণ অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই পাঞ্জাব ম্যাচ খেলার জন্য বরোদা দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ৪ ডিসেম্বর গুজরাটের বিরুদ্ধে খেলবেন হার্দিক এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট যদি তাঁকে আগে থেকে না ডাকে, তাহলে ৬ ডিসেম্বর হরিয়ানার বিরুদ্ধেও খেলার পরিকল্পনা করছেন।''
এশিয়া কাপে হার্দিক পাণ্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ চোট পেয়েছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে নামতে পারেননি তারকা অলরাউন্ডার। হার্দিককে ছাড়া খেলতে নেমেও ভারত পাঁচ উইকেটে ম্যাচ জিতেছিল।
আগামী বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২১ জানুয়ারি। সেই সিরিজে কামব্যাক করতে পারেন হার্দিক।
