আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রথমবারের জন্য ছেলে অগস্ত্যের সঙ্গে দেখা হল হার্দিক পাণ্ডেয়ার। ২০২০ সালে বিয়ে করেছিলেন হার্দিক এবং নাতাশা। ২০২৩ সালে তাঁদের বাগদান হয়। তারপরেই চলতি বছরের জুলাইয়ে তাঁরা বিচ্ছেদের কথা ঘোষণা করেন। এরপর মা নাতাশার সঙ্গে সার্বিয়া চলে যান অগস্ত্য। তবে সেপ্টেম্বরের শুরুতে, নাতাশা অগস্ত্যকে নিয়ে মুম্বাইয়ে হার্দিকের বাড়িতে আসেন।

 

 

সেইসময়, হার্দিক ছুটিতে বাইরে থাকায় ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। ফিরে এসে তাঁর সঙ্গে ছেলের দেখা হয়। বিবাহবিচ্ছেদের পরে প্রথমবার ছেলে অগস্ত্যের সঙ্গে দেখা হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে, তাঁকে আনন্দে লাফ দিতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে, অগস্ত্য এবং তার ভাই ক্রুনাল পাণ্ডেয়ার কোলে নিয়ে লাফাচ্ছিলেন হার্দিক। উল্লেখ্য, হার্দিক এবং নাতাশা উভয়েই তাদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছিলেন

 

 

এরপরেই দলের সঙ্গে বিশ্বকাপ জেতেন হার্দিক। তবে বাংলাদেশের বিরুদ্ধে চলমান সিরিজে ভারতীয় টেস্ট দলে নেই তিনিবছরের বেশি সময় ধরে কোন টেস্ট খেলেনি তিনি এবং অদূর ভবিষ্যতেতার প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। প্রসঙ্গত, রবিবার প্রথম টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে ফাইনাল খেলার মাধ্যমে তারা সিরিজে ১-০ তে এগিয়ে।