আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ফের ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির বিরুদ্ধে। কারণ, সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার মাইকেল ক্লার্কের সঙ্গে এক পডকাস্টে ললিত মোদি প্রকাশ্যে আনেন আইপিএল ইতিহাসের কুখ্যাত ‘স্ল্যাপগেট’ ঘটনার সেই অপ্রকাশিত ভিডিও। ২০০৮ সালের আইপিএলের ১০ নম্বর ম্যাচে মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াইয়ের পর সতীর্থ শ্রীসন্থকে মাঠেই চড় মারেন হরভজন। মুহূর্তেই ঘটনাটি তোলপাড় ফেলে দেয় ক্রিকেট মহলে। শাস্তি স্বরূপ সেই মরশুমের বাকি অংশ থেকে নির্বাসিত হতে হয় হরভজনকে।

প্রায় ১৮ বছর পর সেই ভিডিও নতুন করে সামনে আসায় ক্ষুব্ধ হরভজন বলেন, ‘ভিডিও ফাঁস হওয়ার ঘটনাটা ভুল। এর পিছনে স্বার্থপর উদ্দেশ্য রয়েছে। যে ঘটনা মানুষ ভুলে গিয়েছিল, আজ আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে।’ নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘যা ঘটেছিল তার জন্য খারাপ লাগে। তখন মাঠে খেলার উত্তেজনায় ভুল হয়েছিল। আমি লজ্জিত। আমি বারবারই স্বীকার করেছি, এটা আমার জীবনের বড় ভুল। মানুষ ভুল করে, আমিও করেছি। গণেশঠাকুরের কাছে প্রার্থনা করেছি যেন আবার কোনও ভুল না করি।’ বিগত বছরগুলোতে হরভজন একাধিকবার স্বীকার করেছেন যে এই ঘটনা তাঁর জীবনের অন্যতম বড় আফসোস। অন্যদিকে শ্রীসন্থও জানিয়েছেন, তিনি এই অধ্যায় পেরিয়ে এসেছেন। দু’জনের সম্পর্ক এখন সৌহার্দ্যপূর্ণ।

আরও পড়ুন: মহিলা বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা করল আইসিসি, হরমনপ্রীতরা জিতলে কত টাকা পাবেন জানেন?

এমনকি ঘটনাটির পরও তাঁরা ভারতীয় দলে একসঙ্গে খেলেছেন এবং ২০১১ সালের বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ছিলেন। অবসরের পরও ক্রিকেটারদের লেজেন্ডস লিগেও একই দলে দেখা গেছে তাঁদের। এর আগে শ্রীসন্থের স্ত্রী ভুবনেশ্বরীও ললিত মোদিকে একহাত নেন। তিনি অভিযোগ করেন, ‘শুধু সস্তা প্রচার আর ভিউজের জন্য পরিবারকে কষ্ট দেওয়া হচ্ছে।’ আইপিএলের অন্যতম বড় বিতর্কিত অধ্যায় নতুন করে সামনে আসায় ফের আলোচনার কেন্দ্রে হরভজন-শ্রীসন্থের সেই বহুলচর্চিত ঘটনা। উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমে বড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন হরভজন সিং। তখন মুম্বই ইন্ডিয়ান্সে খেলতেন তিনি। ম্যাচের শেষে আচমকাই কিংস ইলেভেন পাঞ্জাবের শ্রীশান্তকে চড় মেরে দিয়েছিলেন ভাজ্জি।

টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল, চড় খেয়ে শ্রীসন্থের চোখ থেকে জল পড়ছে। ঘটনার ১৮ বছর পর ‘স্ল্যাপগেট’ বিতর্কের একটি ভিডিও প্রকাশ্যে আনেন তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ললিত মোদি সেই ফুটেজটি শেয়ার করেছেন। যা এতদিন না দেখা ছিল। ফুটেজ দেখানোর আগে ললিত বলেন, ‘খেলা শেষ হয়ে গিয়েছিল। ক্যামেরাও বন্ধ ছিল। আমার একটি সিকিউরিটি ক্যামেরা চালু ছিল। সেখানেই শ্রীসন্থ আর ভাজ্জির ঘটনাটির ভিডিও রেকর্ড হয়। ভাজ্জি উল্টো হাতে সপাটে চড় মারে শ্রীসন্থকে। এতদিন এই ভিডিও আমি প্রকাশ্যে আনিনি। ১৮ বছর পর এটা প্রকাশ্যে আনলাম।’

আরও পড়ুন: মেঘালয়ের পথকুকুররা 'মারাত্মক বিপজ্জনক', সুপ্রিম কোর্টকে জনস্বার্থ মামলায় হস্তক্ষেপ না করার অনুরোধ হাইকোর্টের