আজকাল ওয়েবডেস্ক: সোমবার এক ঐতিহাসিক সিদ্ধান্তে মহিলাদের ক্রিকেটকে নতুন উচ্চতায় তুলে ধরল আইসিসি। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলা আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার অর্থের ঘোষণা করল ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি সোমবার জানিয়েছে, এবারে মহিলা বিশ্বকাপের আসরে মোট আর্থিক পুরস্কারের জন্য তহবিল ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, এই টাকার অঙ্ক গতবারের বিশ্বকাপের যে পরিমাণ টাকা দেওয়া হয়েছিল তার থেকে প্রায় ২৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার। এই টাকার অঙ্ক ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের বিশ্বকাপের পুরো প্রাইজমানির থেকেও বেশি। তবে সবথেকে বড় চমক হল, এবারের মোট প্রাইজমানি পুরুষদের ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপকেও ছাড়িয়ে গেছে। গত বছর ভারতের মাটিতে হওয়া সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪ মিলিয়ন ডলার। অথচ মহিলাদের এবারের আসরে শুধু চ্যাম্পিয়নরাই পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার। আইসিসি আয়োজিত মহিলা বিশ্বকাপের বিস্তারিত পুরস্কার কাঠামো অনেকটা এরকম।
টুর্নামেন্টের মোট প্রাইজ মানি: ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার
চ্যাম্পিয়ন: ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার
রানার্স-আপ: ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার
সেমিফাইনালিস্ট: ১.১২ মিলিয়ন মার্কিন ডলার
গ্রুপ পর্বের প্রতিটি জয়: ৩৪,৩১৪ মার্কিন ডলার
প্রতিটি দলকে নিশ্চিত অর্থ: ২,৫০,০০০ মার্কিন ডলার
বিশ্বকাপের আগে এই প্রাইজমানির কাঠামোকে মহিলাদের ক্রিকেটের ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ সোমবার এক বিবৃতিতে বলেন, ‘এটি মহিলাদের ক্রিকেটের যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রায় চার গুণ প্রাইজমানি বৃদ্ধি মহিলাদের ক্রিকেটের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন’। উল্লেখ্য, একদিনের ক্রিকেটের মহিলা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মেগ ল্যানিং, অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া সহ বিশ্বের সেরা আটটি দল অংশ নেবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে। যা মহিলাদের ক্রিকেটের জনপ্রিয়তা এবং মর্যাদা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: স্কুটিতে চাপ চাপ রক্ত, ডোবা থেকে যুবকের দেহ উদ্ধার!
