আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় এক ঘন্টা দেরিতে শুরু হয় ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। আকাশ মেঘলা থাকায় দলে কোনও পরিবর্তন হয়নি। তিন পেসার, দুই স্পিনার নিয়েই খেলে ভারত। অন্যদিকে দুটো পরিবর্তন হয় বাংলাদেশ দলে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানার জায়গায় সুযোগ পান খালেদ আহমেদ এবং তাইজুল ইসলাম। প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের বিদায়ী টেস্ট। তবে টসের আগে ক্যামেরায় ধরা দিল একটি ফ্যান মোমেন্ট। কানপুরের গ্রিনপার্কে প্রাক ম্যাচ ওয়ার্ম আপ করার সময় একজন মাঠকর্মী বিরাট কোহলির পা ছুঁয়ে প্রণাম করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঠিক কী ঘটেছিল?

গ্রিনপার্কে পিচ কভার তোলার প্রক্রিয়া চলছিল। সেই সময় পিচের পাশ দিয়ে ব্যাট হাতে হেঁটে যাচ্ছিলেন কোহলি। আচমকা একজন মাঠকর্মী ছুটে এসে কোহলির পা ছুঁয়ে প্রণাম করেন। অবাক হয়ে যান বিরাট। তাঁর উদ্দেশে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যায় তারকা ক্রিকেটারকে। তারপর আবার হাঁটা লাগান। মন ছুঁয়ে যাওয়া এই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে। নেটমাধ্যমে ঘুরছে। যদিও এমন ঘটনা প্রথম নয়। শচীন তেন্ডুলকরের ক্ষেত্রেও ঘটেছিল। সাধারণ দর্শক মাঠে ঢুকে তাঁকে প্রণাম করেছিল। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে নজির গড়ে ফেললেন রোহিত। এই প্রথম ভারতে পরপর দুটো টেস্টে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল অধিনায়করা। চেন্নাইয়ে টসে জিতে একই সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষবার ঘরের মাঠে ২০১৫ সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত।